নয়া দিল্লি: কোভ্যাকসিনের ট্রায়ালে অংশগ্রহণ করেছিলেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ (Anil Vij)। কিন্তু প্রথম ডোজ় নিয়েই করোনা (COVID-19) আক্রান্ত হয়ে পড়লেন মন্ত্রী। তারপর একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল যে করোনা আক্রান্ত হওয়ার পরও তিনি নাকি একাধিক লোকের সঙ্গে মেলামেশা করেছেন। টুইট করে সেই সব অভিযোগ খারিজ করে দিলেন স্বাস্থ্যমন্ত্রী।
টুইট করে অনিল ভিজ লিখেছেন, “যে কথা সংবাদ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে তা সম্পূর্ণ ভুল। করোনা পরীক্ষার পজেটিভ রিপোর্ট আসার আধ ঘন্টার মধ্যেই আমি হাসপাতালে ভর্তি হয়েছি।” ২০ নভেম্বর ভারত বায়োটেকের কোভ্যাকসিনের প্রথম ডোজ় নিয়েছিলেন অনিল ভিজ। তার দু সপ্তাহ পরেই করোনা আক্রান্ত হলেন তিনি।
আরও পড়ুন: ‘সততার প্রতীক’ রাজীব বন্দ্যোপাধ্যায়, পোস্টারে ছয়লাপ শহর
এই বিষয়ে ইতিমধ্যেই বিবৃতি দিয়েছে কোভ্যাকসিন (COVAXIN) নির্মাতা সংস্থা। ভারত বায়োটেক (Bharat Biotech) জানিয়েছে, ভ্যাকসিন তাঁদের উপরই কার্যকরী যাঁরা দুটি ডোজ় নিয়েছেন। এখন কোভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। ২৮ দিনের ব্যবধানে কোভ্যাকসিনের দুটি ডোজ় দেওয়া হয়। যেখানে অনিল ভিজের এখনও দ্বিতীয় ডোজ় বাকি ছিল। ভারত বায়োটেক জানিয়েছে, তৃতীয় পর্বের এই ট্রায়ালে অর্ধের স্বেচ্ছাসেবককে প্রতিষেধক দেওয়া হবে বাকিদের দেওয়া হবে না। সেখান থেকেই সিদ্ধান্তে আসবে তারা।