Anubrata Mondal: খাঁচার বাইরে ‘বীরভূমের বাঘ’, জামিন পেলেন অনুব্রত মণ্ডল

Jyotirmoy Karmokar | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 20, 2024 | 5:38 PM

Anubrata Mondal: গরু পাচার মামলায় গ্রেফতার করা হয়েছিল তাঁকে। তিহাড় জেলে বন্দি ছিলেন তিনি। জেল থেকে ছাড়া পেলেও তিনি কোথায় থাকবেন, তা জানাতে হবে আদালতকে। এছাড়া বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে।

Anubrata Mondal: খাঁচার বাইরে বীরভূমের বাঘ, জামিন পেলেন অনুব্রত মণ্ডল
অনুব্রত মণ্ডল
Image Credit source: TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি: ঠিক দু’বছর পর জেল থেকে মুক্তি পাচ্ছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। শুক্রবার গরু পাচার মামলায় তাঁকে জামিন দিল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। সিবিআই-এর মামলায় আগেই জামিন পেয়েছেন কেষ্ট। এবার এই মামলায় জামিন পাওয়ার পর জেল মুক্তি হচ্ছে তাঁর। বেশ কয়েকটি শর্তসাপেক্ষে জামিন দেওয়া হচ্ছে তাঁকে।

গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে প্রথমে গ্রেফতার করেছিল সিবিআই। আসানসোলে দীর্ঘদিন জেলে ছিলেন তিনি। পরে ইডি-র মামলায় গ্রেফতারির পর তিহাড় জেলে ঠাঁই হয় অনুব্রতর। পরে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলও বন্দি হন এই জেলে। সদ্য জেলমুক্তি হয়েছে সুকন্যার। এবার জেল থেকে ছাড়া পাচ্ছেন তাঁর বাবা তথা বীরভূমের দাপুটে নেতা অনুব্রত।

তবে শুক্রবার জেল থেকে বেরতে পারবেন না তিনি। শনিবার আদালতের রায়ের কপি বেরবে। সেই কপি তিহাড় জেলে জমা করার পর তবেই হবে জেলমুক্তি। ১০ লক্ষ টাকার বেল বন্ডে জামিন পাবেন তিনি।

সিবিআই-এর মামলায় আগেই জামিন পেয়েছেন অনুব্রত। ইডি-র এই মামলায় অনুব্রত দিল্লি হাইকোর্টে গেলেও, মামলা আবারও নিম্ন আদালতে পাঠিয়ে দেওয়া হয়। সেখানেই দীর্ঘদিন ধরে চলছিল শুনানি। গত বুধবার শুনানি শেষ হয়। শুক্রবার আরও কয়েকটি বিষয়ে ব্যাখ্যা চেয়েছিল আদালত। সেই ব্যাখ্যা দেওয়ার পরই আদালত জামিন দিয়েছে।

কী কী শর্ত দেওয়া হল অনুব্রতকে?

১. পশ্চিমবঙ্গে কোন ঠিকানায় তিনি থাকবেন, তা জানাতে হবে তদন্তকারী আধিকারিকদের।

২. আদালতে জানাতে হবে মোবাইল নম্বর।

৩. অনুব্রতকে জমা রাখতে হবে পাসপোর্ট।

৪. তদন্ত প্রভাবিত হয় এমন কোনও কাজ করা যাবে না।

৫. প্রত্যক্ষদর্শীদের প্রভাবিত করা যাবে না।

Next Article