জুনের দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু অ্যাপোলোর স্পুটনিক টিকাকরণ

জুন মাসে প্রতি সপ্তাহে ১০ লক্ষ করোনা টিকা দেবে অ্যাপোলো। জুলাই মাসে তারও দ্বিগুণ করোনা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে অ্যাপোলো।

জুনের দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু অ্যাপোলোর স্পুটনিক টিকাকরণ
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: May 27, 2021 | 11:39 PM

নয়া দিল্লি: কোভ্যাক্সিন, কোভিশিল্ডের (Covishield) পর দেশে অনুমোদন পেয়েছে স্পুটনিক ভি (Sputnik V)। রাশিয়া থেকে দফায় দফায় টিকা এসেছে ভারতে। জুনের দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হবে স্পুটনিক ভি-এর মাধ্যমে টিকাকরণ। অ্য়াপোলো হাসপাতাল জানিয়েছে এ কথা। বিবৃতি দিয়ে অ্যাপলো গ্রুপ অব হাসপাতালের এগজ়িকিউটিভ ভাইস চেয়ারপার্সন শোবোনা কামিনেনি জানিয়েছেন, ১০ লক্ষ করোনা টিকা দেওয়ার ল্যান্ডামার্ক ছুঁয়ে ফেলেছেন তাঁরা।

পাশাপাশি তিনি জানান, জুন মাসে প্রতি সপ্তাহে ১০ লক্ষ করোনা টিকা দেবে অ্যাপোলো। জুলাই মাসে তারও দ্বিগুণ করোনা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে অ্যাপোলো। সেপ্টেম্বরের মধ্যে অ্যাপোলার লক্ষ্যমাত্রা ২ কোটি। অ্যাপোলো জানিয়েছে, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়িয়ে করোনাযুদ্ধে এই সহযোগিতা চালিয়ে যাবে তারা।

পাশাপাশি রাজ্য, কেন্দ্র, কোভিশিল্ড ও কোভ্যাক্সিন নির্মাতাকে ধন্যবাদ জানিয়েছেন শোবোনা কামিনেনি। দেশে করোনা টিকার মারাত্মক ঘাটতি রয়েছে। এই পরিস্থিতিতে অন্যান্য বিদেশি নির্মাতাদের সঙ্গে কথা বলে টিকা আমদানি করতে চাইছে কেন্দ্র। তার মধ্যে স্পুটনিক ভি-এর মাধ্যমে টিকাকরণ শুরু হলে সঙ্কট কিছুটা হলেও কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

আরও পড়ুন: ভিডিয়ো: ‘তাঁদের বাবাও গ্রেফতার করতে পারবে না আমায়’, বিতর্কে ঘি রামদেবের