App-cab: অন্য রাজ্যের ক্যাব-বুক করে দিল্লি যাওয়ার কথা ভাবছেন? সাবধান হন
Air pollution: ইতিমধ্যে বায়ু দূষণ ঠেকাতে রাজধানীতে সমস্ত নির্মাণকাজ ও দূষিত ধোঁয়া নিষ্কাশিত হয় এমন ট্রাক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি সরকার। এছাড়া শিশুদের দূষণের হাত থেকে কিছুটা রক্ষা দিতে এবং গাড়ি চলাচল কমাতে বিভিন্ন স্কুল আপাতত বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে।
নয়া দিল্লি: বায়ু দূষণে (Air pollution) জেরবার দিল্লিবাসী। পরিস্থিতি মোকাবিলায় জোড়-বিজোড় ফর্মুলায় গাড়ি চালানো-সহ একাধিক পদক্ষেপ করেছে দিল্লি সরকার। এবার অন্য রাজ্যের অ্যাপ-ক্যাব রাজধানীতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল অরিবন্দ কেজরীবালের সরকার (Kejriwal Government)। বুধবারই দিল্লি পরিবহণ দফতরের তরফে এই বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে।
দিল্লির পরিবহণমন্ত্রী গোপাল রাই জানান, সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনেই অ্যাপ-ক্যাব দিল্লিতে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। অর্থাৎ কেবল দিল্লির রেজিস্ট্রেশন নম্বরের অ্যাপ-ক্যাব শহরে প্রবেশ করতে পারবে।
দিল্লির বায়ুর গুণগত মান ‘গুরুতর’ পর্যায় থেকে এক ধাপ নেমে ‘খুব খারাপ’ পর্যায়ে এসেছিল। কিন্তু, একদিন পর বুধবার ফের দিল্লির AQ ‘গুরুতর’ পর্যায়ে পৌঁছে গিয়েছে। এদিন সকাল ৭টায় দিল্লির AQ ছিল ৪২৭। এরপরই অন্য রাজ্যের অ্যাপ-ক্যাব রাজধানীতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে দিল্লি সরকার।
প্রসঙ্গত, প্রতি বছরই অক্টোবর-নভেম্বরে দিল্লির বায়ু দূষণের হার চরমে পৌঁছয়। যা নিয়ে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। দূষণ-মোকাবিলায় GRAP-IV মেনে দূষিত বায়ু নিষ্কাশিত হয়, এরকম গাড়ি চালানোর উপর নিষেধাজ্ঞা জারি করার ব্যাপারে দিল্লি সরকারকে পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত। অন্য রাজ্যের গাড়ির ধোঁয়া পরীক্ষা করার পরই সীমানা পেরানোর পরামর্শ দিয়েছে। শীর্ষ আদালতের সেই পরামর্শ মেনে আরও একধাপ এগিয়ে পদক্ষেপ করল কেজরীবাল সরকার। একেবারে অন্য রাজ্যের গাড়ির প্রবেশে বিধি-নিষেধ আরোপ করল।
ইতিমধ্যে GRAP-IV নির্দেশিকা মেনে বায়ু দূষণ ঠেকাতে রাজধানীতে সমস্ত নির্মাণকাজ ও দূষিত ধোঁয়া নিষ্কাশিত হয় এমন ট্রাক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি সরকার। এছাড়া শিশুদের দূষণের হাত থেকে কিছুটা রক্ষা দিতে এবং গাড়ি চলাচল কমাতে বিভিন্ন স্কুল আপাতত বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। প্রয়োজন ছাড়া ব্যক্তিগত গাড়ি ব্যবহার কম করার পরামর্শ দিয়েছে সরকার।