নয়া দিল্লি : মঙ্গলবার ভারতীয় সেনা, নৌসেনা ও বায়ুসেনার তরফে দুপুর সাড়ে ১২ টায় যৌথ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেই সাংবাদিক সম্মেলনে উপস্থিত রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও ভারতের তিন প্রতিরক্ষা বাহিনীর প্রধানরা। এই সাংবাদিক সম্মেলন থেকেই ‘অগ্নিপথ’ প্রকল্পের ঘোষণা করা হল। এটি কেন্দ্রীয় সরকারের একটি স্বল্প মেয়াদী নিয়োগ প্রকল্প। এই প্রকল্পের অধীনে চার বছরের জন্য সেনা কর্মীদের নিয়োগ করা হবে। আজ সাংবাদিক সম্মেলনে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হল। কিছু সপ্তাহ আগেই তিনবাহিনীর প্রধানরা ‘অগ্নিপথ’ নিয়োগ প্রকল্প সম্বন্ধিত বিস্তারিত তথ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তুলে ধরেন। এর ফলে স্বল্প সময়ের জন্য সেনাকর্মীরা এই তিন বাহিনীতে কাজের সুযোগ পাবেন।
সাংবাদিক সম্মেলন থেকে জানানো হয়েছে, পুরুষ ও মহিলা উভয়েই এই প্রকল্পে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। দশম বা দ্বাদশ পাশেই এইখানে আবেদনের সুযোগ পাবেন ‘অগ্নিবীররা’। আবেদনকারীর বয়স হতে হবে সাড়ে ১৭ থেকে ২১ বছরের মধ্যে। তবে প্রাথমিকভাবে ৪ বছরের জন্য নিয়োগ করা হবে। তার মধ্যে ২৫ শতাংশ ‘অগ্নিবীরকে’ কাজে বহাল রাখা হতে পারে। যাঁদের নিয়োগ মিলবে তাঁদের আরও ১৫ বছর প্রতিরক্ষা বিভাগে কাজ করতে হবে। আধিকারিক সূত্রে, অগ্নিপথের আওতায় নিয়োগে মাসিক ৩০,০০০-৪০,০০০ টাকা বেতন পাবেন ‘অগ্নিবীররা’। ৪ বছর পর তাঁরা একটি ‘অগ্নিবীর স্কিল সার্টিফিকেটও’ পাবেন। তাঁরা চাকরি শেষে পাবেন এককালীন ১১ লক্ষ টাকার প্যাকেজও। কারণ তাঁদের জন্য কোনও পেনশন বরাদ্দ হবে না। তবে আরও ১৫ বছর যেসব যুবক-যুবতীরা কাজ করবেন তাঁরা অবসরের পর থেকে পাবেন পেনশনও।