শ্রীনগর: জম্মু-কাশ্মীরে সেনা জওয়ানের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল রবিবার। ২৪ বছর বয়সী এক সেনার মৃতদেহ উদ্ধার হয় রাজৌরিতে। সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, এদিন রাত ৮টা নাগাদ সেনা ছাউনি থেকে দেহ উদ্ধার হয় তাঁর। কী ভাবে এই মৃত্যু তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার সকাল থেকেই শিরোনামে জম্মু-কাশ্মীর। একাধিক জায়গায় এদিন তল্লাশি চালায় এনআইএ। সন্ত্রাসে মদতের অভিযোগে উপত্যকাজুড়ে এই তল্লাশি চালানো হয়েছে। ১৪টি জেলার ৫৬টি জায়গায় তল্লাশি চলে। জামাত-ই-ইসলামির এক সদস্যর বাড়িতেও যায় তদন্তকারীরা। শ্রীনগর, সোপিয়ান, অনন্তনাগে চলে তল্লাশি। পাশাপাশি কুপওয়াড়া, পুলওয়ামা, রাজৌরিতেও এই তল্লাশি অভিযান চলে।
J&K | A 24-yr-old Army soldier was found dead under mysterious circumstances in Rajouri Garrison. Court of Inquiry has been ordered to investigate the cause of death: Indian Army
— ANI (@ANI) August 8, 2021
শনিবারই এনকাউন্টারে খতম হয়েছে এক জঙ্গি। বদগামে নিরাপত্তাবাহিনী গুলি করে নিকেশ করে ওই জঙ্গিকে। গোপন সূত্রে খবর পেয়ে বদগাম জেলার মোচুয়া এলাকায় তল্লাশি শুরু করে নিরাপত্তাবাহিনী। সেই সময় গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় বাহিনীও। শুরু হয় উভয় পক্ষের মধ্যে গুলির লড়াই। তাতেই এক জঙ্গির মৃত্যু হয়।
কিছুদিন আগেই জঙ্গি যোগের অভিযোগে ১১ জন সরকারি কর্মীকে বরখাস্তও করা হয়। এরপরই উপত্যকায় আরও তৎপরতা বাড়ায় এনআইএ। রবিবার দিনভর চলে তল্লাশি। এসবের মধ্যেই এদিন রাতে খবর আসে রাজৌরির সেনা ছাউনিতে এক সেনার মৃতদেহ উদ্ধার হয়েছে। আরও পড়ুন: পাশের ঘরেই ছিল মা, টেরও পায়নি! ছেলে তখন ফেসবুক লাইভ করে জানাচ্ছে ‘আমি চললাম, পারলে ক্ষমা কোরো’