পাশের ঘরেই ছিল মা, টেরও পায়নি! ছেলে তখন ফেসবুক লাইভ করে জানাচ্ছে ‘আমি চললাম, পারলে ক্ষমা কোরো’
Madhya Pradesh: রোহিত মহাজন নামে ওই যুবক ঘটনার দিন ফেসবুকে লাইভ করছিলেন। সেখানেই জানান, তাঁর হাতে কোনও কাজ নেই। আয়ের কোনও পথই খুঁজে পাচ্ছেন না।
ভোপাল: বেকারত্বের জ্বালায় আত্মঘাতী হলেন বছর পঁচিশের এক যুবক। মধ্য প্রদেশের রাইসেনের এই ঘটনায় শিউরে উঠবে যে কেউ। পাশের ঘরে বসে রয়েছেন মা। নিজের ঘরে ফেসবুক লাইভ করতে করতে নিজেকে শেষ করে দিলেন ওই যুবক। স্থানীয় এক বিজেপি নেতা লাইভ দেখে ছুটে আসেন ওই যুবকের বাড়িতে। কিন্তু শেষ রক্ষা হয়নি।
রোহিত মহাজন নামে ওই যুবক ঘটনার দিন ফেসবুকে লাইভ করছিলেন। সেখানেই জানান, তাঁর হাতে কোনও কাজ নেই। আয়ের কোনও পথই খুঁজে পাচ্ছেন না। হতাশা গ্রাস করছে। পরিবারের পাশেও আর্থিক ভাবে না দাঁড়াতে পারার যন্ত্রণা তাঁকে বিঁধছে। এরপরই তিনি কী করতে চলেছেন তা বলেন। এমন ঘটনার জন্য ক্ষমা চান প্রিয়জন, বন্ধুদের কাছে।
এদিকে রোহিতের এই ফেসবুক লাইভ নজরে আসে স্থানীয় এক বিজেপি নেতা হরি সাহুর। বেগমগঞ্জ থানায় খবর দেন তিনি। ছুটে যান রোহিতের বাড়িতে। দেখেন তাঁর মা অন্য একটি ঘরে বসে কাজ করছেন। ছেলের খোঁজ শুনেই মা জানান, ‘পাশের ঘরে রয়েছে।’ এরপরই হরি দিয়ে দরজা ঠেলেন।
কিন্তু ভিতর থেকে তা বন্ধ ছিল। বহু ধাক্কাধাক্কিতেও খোলা যায়নি। এরপর দরজা ভেঙে দেখা যায় রোহিতের ঝুলন্ত দেহ। রোহিতের বাবা টিকারাম মহাজন জানান, “বহুদিন ধরেই বেকারত্বের জ্বালায় ভুগছিল। মনে হয় সে জন্যই এমন ঘটনা ঘটাল।” ছেলের এমন পরিণতিতে অনবরত কেঁদে চলেছেন মা। চিৎকার করে বলে চলেছেন, ‘ছেলেটা পাশের ঘরে এমন কাণ্ড করছে, আমি একবার বুঝতেও পারলাম না?’ আরও পড়ুন: এবার হোয়াটসঅ্যাপেই পাবেন ভ্যাকসিনের শংসাপত্র, পার করতে হবে সহজ ৩টি ধাপ