এবার হোয়াটসঅ্যাপেই পাবেন ভ্যাকসিনের শংসাপত্র, পার করতে হবে সহজ ৩টি ধাপ
Covid Vaccine: সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে হোয়াটসঅ্যাপে ভ্যাকসিনের সার্টিফিকেট পাওয়ার কথা ঘোষণা করল স্বাস্থ্যমন্ত্রক।
নয়া দিল্লি: ভ্যাকসিন নিয়ে তার সার্টিফিকেট না দেখাতে পারলে ইতিমধ্যেই বহু জায়গায় আটকে যাচ্ছে প্রবেশাধিকার। বিশেষ করে একাধিক পর্যটনকেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে টিকার সম্পূর্ণ ডোজ়ের সার্টিফিকেট আবশ্যক ঘোষণা করা হয়েছে। শুধু বাংলায় নয়, দেশের বিভিন্ন রাজ্য এমনকী বিদেশেও টিকা নিয়ে বাড়ছে কড়াকড়ি। এরই মধ্যে সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে হোয়াটসঅ্যাপে ভ্যাকসিনের সার্টিফিকেট পাওয়ার কথা ঘোষণা করল স্বাস্থ্যমন্ত্রক। রবিবারই মন্ত্রকের তরফে জানানো হয়েছে কত সহজে মুহূর্তে হাতের মুঠোয় চলে আসতে পারে টিকার শংসাপত্রটি।
স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়ার দফতরের টুইটার হ্যান্ডেলে এদিন এ প্রসঙ্গে বলা হয়েছে, ‘প্রযুক্তিকে সাধারণ মানুষের জীবনে কাজে লাগিয়েই বিপ্লব হবে। এবার কোভিড-১৯ এর ভ্যাকসিনের শংসাপত্র সহজেই হোয়াটসঅ্যাপে পেতে পারেন। MyGov করোনা হেল্পডেস্কে মাত্র তিনটি সহজ ধাপ পার করতে হবে এর জন্য।…’
কী ভাবে হোয়াটসঅ্যাপ করে আপনি সার্টিফিকেট নেবেন- প্রথম ধাপ: +91 9013151515 নম্বরটি ফোনে সেভ করুন দ্বিতীয় ধাপ: হোয়াটসঅ্যাপে এই নম্বরের উইনডো খুলে টাইপ করুন ‘covid certificate’ এবং পাঠিয়ে দিন তৃতীয় ধাপ : OTP দিন
Revolutionising common man’s life using technology!
Now get #COVID19 vaccination certificate through MyGov Corona Helpdesk in 3 easy steps.
? Save contact number: +91 9013151515 ? Type & send ‘covid certificate’ on WhatsApp ? Enter OTP
Get your certificate in seconds.
— Office of Mansukh Mandaviya (@OfficeOf_MM) August 8, 2021
I’ve always acknowledged & praised the Government when it merits it. As a critic of #Cowin, let me say they’ve done something terrific. Send a @WhatsApp message “download certificate” to 90131 51515, receive OTP & get your vaccination certificate back by @WhatsApp. Simple&fast!
— Shashi Tharoor (@ShashiTharoor) August 8, 2021
স্বাস্থ্যমন্ত্রকের এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন কংগ্রেস নেতা তিরুবনন্তপুরমের সাংসদ শশী থারুর। টুইটারে লিখেছেন, ‘সরকারের কোনও সিদ্ধান্ত যদি ভাল হয় তা হলে সবসময় আমি প্রকাশ্যে তা বলি। কোউইনের সমালোচক হিসাবে আমি বলতে পারি হোয়াটসঅ্যাপে মেসেজ করে সার্টিফিকেট পাওয়ার বিষয়টি সত্যি সহজ এবং দ্রুততার সঙ্গেও হবে।’ আরও পড়ুন: দলীয় নেতাদের জামিনের পর রাতেই কলকাতায় ফিরছেন অভিষেক, ত্রিপুরায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বিপ্লব দেব