PBKS IPL 2025: ‘চ্যাম্পিয়ন’কেই ক্যাপ্টেন করল প্রীতির পঞ্জাব, ঘোষণা IPL ফ্র্যাঞ্চাইজির

Punjab Kings Captain Shreyas Iyer: বেশ কিছুক্ষণের জন্য আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হয়ে উঠেছিলেন শ্রেয়স আইয়ার। যদিও তাঁর রেকর্ড ভেঙে দেন ঋষভ পন্থ। লখনউ সুপার জায়ান্টস ২৭ কোটিতে নেয় ঋষভ পন্থকে। দামের দিক থেকে রেকর্ডও গড়েন।

PBKS IPL 2025: 'চ্যাম্পিয়ন'কেই ক্যাপ্টেন করল প্রীতির পঞ্জাব, ঘোষণা IPL ফ্র্যাঞ্চাইজির
Image Credit source: PTI FILE
Follow Us:
| Updated on: Jan 12, 2025 | 10:40 PM

প্রত্যাশা ছিলই। সরকারি ভাবে ঘোষণাও হয়ে গেল। আইপিএলে পঞ্জাব কিংসের অধিনায়ক করা হল শ্রেয়স আইয়ারকেই। জেড্ডায় অনুষ্ঠিত মেগা অকশনেই এর অনুমান করা গিয়েছিল। শ্রেয়স আইয়ারকে নিতে অলআউট ঝাঁপিয়েছিল পঞ্জাব কিংস। অবশেষে রেকর্ড ২৬.৭৫ কোটি টাকায় তাঁকে নেয় প্রীতির পঞ্জাব। বেশ কিছুক্ষণের জন্য আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হয়ে উঠেছিলেন শ্রেয়স আইয়ার। যদিও তাঁর রেকর্ড ভেঙে দেন ঋষভ পন্থ। লখনউ সুপার জায়ান্টস ২৭ কোটিতে নেয় ঋষভ পন্থকে। দামের দিক থেকে রেকর্ডও গড়েন।

ভারতের টি-টোয়েন্টি দলে ব্রাত্য শ্রেয়স। দীর্ঘ ১০ বছর পর আইপিএল জিতেছে কলকাতা নাইট রাইডার্স। ২০২২ সংস্করণ থেকে কেকেআরের ক্যাপ্টেন ছিলেন শ্রেয়স আইয়ার। ২০২৩-এ তিনি খেলতে না পারলেও ভরসা রাখে নাইট রাইডার্স। গত সংস্করণে তাঁর ক্যাপ্টেন্সিতেই চ্যাম্পিয়ন। এ বার যদিও শ্রেয়স আইয়ারকে রিটেন করেনি কলকাতা নাইট রাইডার্স। এমনকি মেগা অকশনেও তাঁকে নিতে চেষ্টা করেনি।

এই খবরটিও পড়ুন

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলছেন এবং নেতৃত্বও দিচ্ছেন শ্রেয়স আইয়ার। এ মরসুমে ঘরোয়া সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন মুম্বই। শ্রেয়সের নেতৃত্বেই মুম্বই ট্রফি জিতেছে। মেগা অকশনে শ্রেয়সকে নিতে মূলত ঝাঁপিয়েছিল দিল্লি ও পঞ্জাব। দীর্ঘ লড়াইয়ের পর বাজিমাত পঞ্জাবের। অতীতে দিল্লি ক্যাপিটালসে রিকি পন্টিংয়ের প্রশিক্ষণে খেলেছেন শ্রেয়স। পঞ্জাবের বর্তমান কোচ রিকি পন্টিং। আবারও শ্রেয়সের সঙ্গে আইপিএলে জুটি বাঁধতে চলেছেন রিকি ও শ্রেয়স।