ভবিষ্যতে সচিন বিজেপিতে যোগ দিতে পারেন, জল্পনা উস্কে বললেন আবদুল্লাকুট্টি

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Aug 09, 2021 | 12:13 AM

Rajasthan: রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে সচিন পাইলটের বিবাদ সকলেরই জানা। গত বছরই দল ছাড়ার হুমকি দিয়েছিলেন পাইলট।

ভবিষ্যতে সচিন বিজেপিতে যোগ দিতে পারেন, জল্পনা উস্কে বললেন আবদুল্লাকুট্টি
কংগ্রেস নেতা সচিন পাইলট।

Follow Us

জয়পুর: ফের শিরোনামে কংগ্রেস নেতা সচিন পাইলট। আবারও তাঁর বিজেপি যোগের জল্পনা শুরু রাজস্থানে। এবার সে তা উস্কে দিলেন বিজেপির জাতীয় সহ সভাপতি এ পি আবদুল্লাকুট্টি। রবিবার জয়পুরে আবদুল্লাকুট্টি বলেন, সচিন পাইলট ভাল নেতা। তাঁর অনুমান, রাজস্থানের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী পাইলট ভবিষ্যতে বিজেপিতে যোগ দেবেন।

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে সচিন পাইলটের বিবাদ সকলেরই জানা। গত বছরই দল ছাড়ার হুমকি দিয়েছিলেন পাইলট। সে সময়ে কংগ্রেসের শীর্ষ মহলের তরফে প্রতিশ্রুতি দিয়ে বলা হয়েছিল, এক বছরের মধ্যেই পাইলটের সমস্যার সমাধান করা হবে। যদিও বছর পার হতে চললেও সেই বিষয়ে কোনও পদক্ষেপ করা হয়নি বলেই অভিযোগ।

মাস দু’য়েক আগে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সচিন পাইলট বলেছিলেন, “১০ মাস হয়ে গিয়েছে। আমায় বলা হয়েছিল কমিটি যথাযথ পদক্ষেপ করবে। কিন্তু বছরের অর্ধেক সময় কেটে গেলেও সেই বিষয়ে উচ্চবাচ্যই করা হয়নি। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। দলের যে সমস্ত কর্মীরা সব কিছু করছেন, তাঁদের কথাই শোনা হচ্ছে না।” সম্প্রতি কংগ্রেস নেতা ও এআইসিসি-এর সাধারণ সম্পাদক অজয় মাকেন রাজস্থানের মন্ত্রিসভার রদবদল নিয়ে আলোচনাতেও বসেন। তবে এখনও সে আলোচনার ফল সামনে আসেনি।

এরই মধ্যে বিজেপি নেতার মন্তব্যে নতুন করে ফিসফাস শুরু। এদিন সচিন পাইলটের প্রসঙ্গের পাশাপাশি এ পি আবদুল্লাকুট্টি সংখ্যালঘুদের বিষয়েও কথা বলেন। তাঁর বক্তব্য, “বিজেপি মুসলমান স্বার্থ বিরোধী এটা যারা ভাবে একেবারেই ভুল ভাবে। আমাদের আরএসএস প্রধান খুব স্পষ্ট করেই বলে দিয়েছেন হিন্দু-মুসলমান সকলের ডিএনএ একই।”

প্রসঙ্গত, গত মাসেই গাজিয়াবাদে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস প্রধান মোহন ভাগবত বলেন, এখানে হিন্দু বা মুসলমানের প্রাধান্য বলে কিছু নেই। গণতান্ত্রিক ভারতে প্রত্যেকটি মানুষের ডিএনএ এক।

Next Article