নয়া দিল্লি: প্রাচীনকাল থেকেই অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ, মঙ্গলবার বললেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু । সোমবারই, ভারতীয় সেনাবাহিনী জানিয়েছিল, গত ৯ ও ১১ ডিসেম্বর, তাওয়াং সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘর্ষে জড়িয়েছিল ভারত ও চিন সেনা। মুখোমুখি সংঘর্ষের ফলে দুই পক্ষেরই কয়েকজন করে কর্মী সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছিল সেনা। তার একদিন পরই এই মন্তব্য করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী। রিজিজু অবশ্য তাওয়াংয়ের সাম্প্রতিক ঘটনা নিয়ে মন্তব্য করতে চাননি।
এদিন, দেশে সাংস্কৃতিক পুনরুজ্জীবন এবং এই বিষয়ে সরকারের প্রচেষ্টা নিয়ে সাংবাদিক সম্মেলন করেন অরুণাচল প্রদেশের সাংসদ। সেখানেই তাওয়াং-এর ঘটনা নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। তিনি বলেন, “আজ, কেউ যদি অরুণাচল প্রদেশ নিয়ে কিছু বলেন, তবে এটা স্পষ্ট হয়ে যায় যে প্রাচীনকাল থেকেই এই রাজ্য ভারতের সঙ্গে যুক্ত ছিল। তাই, এমনটা নয় যে এটা এখন ভারতের অংশ নয়। যদিও বর্তমান নামটি এখনই দেওয়া হয়েছে, কিন্তু প্রাচীনকাল থেকেই ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল এই রাজ্য।” তিনি আরও জানান, প্রধানমন্ত্রী এই বিষয়টি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।
পরে টুইটারে তিনি ভারতের বিভিন্ন অঞ্চলের মধ্যে সাংস্কৃতিক যোগসূত্র ব্যাখ্যা করেন। আইনমন্ত্রী লেখেন, কিংবদন্তি অনুসারে অরুণাচল প্রদেশের বাসিন্দা রুক্মিণীকে একটি অনাকাঙ্খিত বিয়ের হাত থেকে রক্ষা করতে, ভগবান কৃষ্ণ তাঁকে বীরত্বের সঙ্গে অপহরণ করেছিলেন। পরে, মাধবপুরে গিয়ে তাঁরা বিয়ে করেন। তিনি আরও লেখেন, “আজ, গুজরাট, যেখানে সূর্য অস্ত যায়, এবং অরুণাচল প্রদেশ, যেখানে সূর্য উদিত হয় – দুই অঞ্চলই এই প্রাচীন ঐতিহ্য উদযাপন করে।” তিনি আরও বলেন, গত আট বছরে ভারতে অভূতপূর্ব সাংস্কৃতিক পুনরুজ্জীবন ঘটেছে। ভারত বিশ্বের এক নম্বর ‘নরম শক্তি’ হিসাবে আবির্ভূত হয়েছে।