নয়া দিল্লি: যুদ্ধ শুরু হয়ে গিয়েছে ইউক্রেনে (Ukraine)। বুধবার গভীর রাত থেকেই ইউক্রেনের উপরে লাগাতার গোলাবর্ষণ করছে রাশিয়া (Russia)। এদিকে, সেখানেই আটকে রয়েছে প্রায় ২০ হাজার ভারতীয় (Indians)। এদের মধ্যে আবার ১৮ হাজারেরও বেশি আবার পড়ুয়া। রাশিয়া সামরিক অভিযান শুরু করতেই বন্ধ করে দেওয়া হয়েছে ইউক্রেনের এয়ারস্পেস, আপাতত স্থগিত অসামরিক বিমান চলাচলও। সেই কারণেই কেন্দ্রের তরফে বিশেষ উদ্ধারকারী বিমান পাঠানো হলেও, তা যাত্রীশূন্য অবস্থাতেই ফিরে আসতে হয়েছে। এই পরিস্থিতিতে বিকল্প কোনও পথেই পড়ুয়াদের ফিরিয়ে আনার পরিকল্পনা করছে বিদেশমন্ত্রক। তবে এতকিছুর মাঝেও একটা প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে, তা হল- ইউক্রেনে এত সংখ্যক ভারতীয় পড়ুয়া গিয়েছিল কেন?
সোশ্যাল মিডিয়া বা ফোনেই আপাতত সন্তানদের সঙ্গে যোগাযোগ করছেন মা-বাবারা। কেন্দ্রের তরফেও ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের সহায়তার জন্য বিশেষ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে, তা ২৪ ঘণ্টাই চালু রাখা হচ্ছে। এছাড়াও নতুন করে বিমানের ব্যবস্থা করা হলে, তা জানার জন্য় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও বিদেশমন্ত্রকের ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।
দূতাবাসের তথ্য অনুযায়ী, যে সমস্ত ভারতীয়রা বর্তমানে ইউক্রেনে আটকে রয়েছেন, তাদের মধ্যে অধিকাংশই ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল পড়ুয়া। এই তথ্য জানার পরই অনেকের মনেই প্রশ্ন জাগছে যে, দেশ বা বিদেশেরও পরিচিত জায়গাগুলি ছেড়ে ইউক্রেনকেই কেন বেছে নিয়েছে ভারতীয় পড়ুয়ারা। এর উত্তরটা খুব সহজ, ইউক্রেনে পড়াশোনার খরচ তুলনামূলকভাবে অনেকটাই কম।
ইউক্রেনে যে সমস্ত ভারতীয়রা যায়, তাদের মধ্যে অধিকাংশই মেডিকেল পড়তেই যায়। দেশে বেসরকারি মেডিকেল কলেজগুলিতে এমবিবিএস পড়ার জন্য যে পরিমাণ অর্থ খরচ হয়, তার প্রায় অর্ধেক খরচ হয় ইউক্রেনে। সেখানের বেসরকারি মেডিকেল কলেজগুলিতে একদিকে যেমন আসন সংখ্যাও বেশি, তেমনই আবার বেতনও কম।
ইউক্রেনের বেসরকারি কলেজে বিভিন্ন স্কলারশিপের সুবিধাও পান ভারতীয় পড়ুয়ারা। ফলে খরচের পরিমাণ আরও কমে যায়।
মেডিকেল পড়ার জন্য ইউক্রেনকে বেছে নেওয়ার অন্যতম কারণ হল ইউক্রেনের কলেজগুলি বিশ্ব স্বাস্থ্য কাউন্সিল দ্বারা স্বীকৃত। যেহেতু ইন্ডিয়ান মে়ডিকেল কাউন্সিলও, বিশ্ব স্বাস্থ্য কাউন্সিলের স্বীকৃতিকে মান্যতা দেয়, সেই কারণে ভারতে এই ডিগ্রির চাহিদা ও গ্রহণযোগ্যতা যথেষ্ট রয়েছে। ইউক্রেনিয়ান কলেজগুলিকে পাকিস্তান মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, ইউরোপিয়ান কাউন্সিল অব মেডিসিন এবং ব্রিটেনের মেডিকেল কাউন্সিলও মান্যতা দেওয়ায়, দেশের বাইরেও চিকিৎসকদের কাজ পেতে এবং মোটা টাকা আয় করতে কোনও সমস্যা হয়না। এই সমস্ত বিষয় মাথায় রেখেই মেডিকেল পড়তে ইউক্রেনে ছুটে যায় ভারতীয় পড়ুয়ারা।