AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Assam Bans Polygamy: বিধানসভায় পাশ ‘বহুবিবাহ নিষিদ্ধকরণ বিল’, মুখ্যমন্ত্রী বললেন, ‘মুসলিম মহিলাদের জন্য অভিশাপ…’

Himanta Biswa Sarma: মঙ্গলবার বিধানসভায় 'অসম বহুবিবাহ নিষিদ্ধকরণ বিল, ২০২৫' পেশ করেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কিন্তু সেই সময় শিল্পী জুবিন গর্গের মৃত্যু নিয়ে আলোচনার সময়ে বিরোধী কংগ্রেস, সিপিএম এবং রাইজোর দলের বিধায়কেরা ওয়াক আউট করে যায়। এরপর বৃহস্পতিবার আবার শুরু হয় যুক্তি-তর্ক। পাশ হয় এই নতুন বিল।

Assam Bans Polygamy: বিধানসভায় পাশ 'বহুবিবাহ নিষিদ্ধকরণ বিল', মুখ্যমন্ত্রী বললেন, 'মুসলিম মহিলাদের জন্য অভিশাপ...'
পাশ হয়ে গেল বিলImage Credit: Getty Image
| Updated on: Nov 27, 2025 | 8:02 PM
Share

গুয়াহাটি: অসমে পাশ হল বহুবিবাহ নিষিদ্ধকরণ বিল। বৃহস্পতিবার ওই রাজ্যের বিধানসভায় পাশ হয়ে গিয়েছে এই বিল। বহুবিবাহ পরিণত হয়েছে ফৌজদারী অপরাধে। এরপরেই অভিন্ন দেওয়ানি বিধি পাশ করানোর বার্তাও দিয়ে দিয়েছেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন তিনি বলেন, ‘বহুবিবাহ নিষিদ্ধকরণ বিল পাশের মাধ্য়মে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করানোর পথে এক ধাপ এগিয়ে গেল। সামনের বছরই নির্বাচন। যদি বিজেপি আবার ক্ষমতায় আসে, তা হলে আমরা অভিন্ন দেওয়ানি বিধিকেও বিধানসভায় পাশ করাবো।’

মঙ্গলবার বিধানসভায় ‘অসম বহুবিবাহ নিষিদ্ধকরণ বিল, ২০২৫’ পেশ করেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কিন্তু সেই সময় শিল্পী জুবিন গর্গের মৃত্যু নিয়ে আলোচনার সময়ে বিরোধী কংগ্রেস, সিপিএম এবং রাইজোর দলের বিধায়কেরা ওয়াক আউট করে যায়। এরপর বৃহস্পতিবার আবার শুরু হয় যুক্তি-তর্ক। পাশ হয় এই নতুন বিল। অবশ্য প্রস্তাবিত বিল ষষ্ঠ তফসিলভুক্ত এলাকা বাদে সারা রাজ্যেই প্রযোজ্য হবে। পাশাপাশি, সংবিধানের ৩৪২ অনুচ্ছেদে সংজ্ঞায়িত তফসিলি জাতি ও জনজাতি সদস্যদের এই বিলের আওতায় আনা হবে না।

তবে এই বিলের আওতায় যাঁরা অপরাধী বলে চিহ্নিত হবেন, তাঁদের জন্য কড়া শাস্তির বিধান বেঁধে দিয়েছে হিমন্তের সরকার। পাশ হওয়া বিল অনুযায়ী, কেউ যদি একটি বিবাহ থাকা সত্ত্বেও আরও একটি বিয়ে করেন, তা হলে তাঁকে সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। আর কেউ যদি তাঁর দ্বিতীয় বিয়ে লুকানোর চেষ্টা করেন, তা হলে তখন সেই অভিযুক্ত ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের সাজা হতে পারে। পাশাপাশি, এই গোটা বিবাহপ্রক্রিয়ায় জড়িত কাজি, পুরোহিত, গ্রামপ্রধান, পিতামাতা কিংবা আইনি পরামর্শদাতা, যাঁরা সেই বহুবিবাহে উৎসাহ জোগাবেন, তাঁদের সকলকেই শাস্তির আওতায় আনা হবে।

এদিন বিল পাশের পর বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘বাল্যবিবাহ এবং বহুবিবাহ মুসলিম সমাজের মেয়েরদের জন্য অভিশাপের সমান। দেশের নাগরিক হিসাবে তাঁরাও মর্যাদার সঙ্গে বাঁচার অধিকার পেয়েছেন। কিন্তু এই রীতি তাঁদের সেই মর্যাদা ও অধিকারকে ক্ষুণ্ণ করে।’