গুয়াহাটি: গুলি দিয়ে নয়, হৃদয় দিয়েই সমস্যার সমাধান করতে হয়। মণিপুরে (Manipur) হিংসা থামাতে রাহুল গান্ধীর সেনাদের ‘প্রকৃত ব্যবহার করা’ মন্তব্য প্রসঙ্গে পাল্টা এরকমই জবাব দিলেন অসমের মুখ্যমন্ত্রী তথা উত্তর-পূর্বাঞ্চলের বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা। রাহুল গান্ধীর (Rahul Gandhi) দাবি সম্পূর্ণ খারিজ করে দিয়ে মণিপুরে হিংসা থামাতে সেনাবাহিনীর ভূমিকা প্রসঙ্গে হিমন্ত বিশ্বশর্মার (Assam CM) পাল্টা দাবি, সেনা কোনও কিছুর সমাধান করতে পারবে না। তাঁর কথায়, “১০০ দিনেরও বেশি সময় ধরে চলতে থাকা জাতিগত হিংসার সমাধান বুলেট নয়, হৃদয় থেকে আসা উচিত।”
গত বুধবার সংসদে দাঁড়িয়ে মণিপুরে হিংসা থামাতে সেনাবাহিনীকে যথাযথ ব্যবহার করার কথা জানান রাহুল গান্ধী। তিনি বলেন, “সেনাবাহিনী চাইলে দু-দিনে মণিপুরের হিংসা থামাতে পারে।” রাহুলের এই মন্তব্যেরই জবাব দিতে গুয়াহাটিতে সাংবাদিক বৈঠক করে পাল্টা কটাক্ষ করেন উত্তর-পূর্বাঞ্চলের বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা। ১৯৬৬ সালে মিজোরামে বায়ুসেনার বিমান থেকে বোমা বর্ষণের ঘটনা তুলে ধরে হিমন্ত বিশ্বশর্মা বলেন, “ভারতীয় বায়ুসেনা আইজলে যেটা করেছিল, হিংসা থামাতে বোমা বর্ষণ করেছিল। আজ রাহুল গান্ধী বলতে চাইছেন যে, ভারতীয় সেনাবাহিনীরও হিংসার মধ্যে উচিত। এর মানে কী? তাদের নাগরিকের উপর গুলিবর্ষণ করা উচিত? এটা দাওয়াই?” জনপ্রতিনিধি হয়ে রাহুল গান্ধী কীভাবে একথা বলতে পারেন প্রশ্ন তুলে হিমন্ত বিশ্বশর্মা আরও বলেন, “সেনা কোনও কিছুর সমাধান করতে পারে না। তারা (সেনা) কেবল সাময়িকভাবে শান্তি আনতে পারে। কিন্তু, প্রকৃত সমাধান হয় হৃদয় দিয়ে, গুলি দিয়ে নয়।”
বিরোধীরা আদতে মণিপুরকে ভালবাসে না, কেবল প্রদর্শিত করে বলেও কটাক্ষ করেন হিমন্ত বিশ্বশর্মা। বিরোধীদের প্রধানমন্ত্রীর ভাষণ ওয়াকআউট প্রসঙ্গ তুলে সাংবাদিক বৈঠকে হিমন্ত বিশ্বশর্মা আরও বলেন, “বিরোধীরা প্রথমে মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীর বিবৃতি চেয়েছিলেন। যখন প্রধানমন্ত্রী দু-ঘণ্টার বেশি সময় ধরে তাঁর বক্তব্য রাখলেন, তখন তাঁরা (বিরোধীরা) সংসদ ওয়াকআউট করলেন। এপ্রসঙ্গেই বিজেপি নেতার অভিযোগ, বিরোধীদেরও মণিপুর নিয়ে কিছু করার আগ্রহ নেই, কেবল তাঁরা সংসদে গণ্ডগোল করতে চান। তাঁরা কেবল রং চড়িয়ে সংসদের ভিতর চিৎকার করেন। মণিপুরের প্রতি তাঁদের ভালবাসা নেই, কেবল রাজনৈতিক স্বার্থ রয়েছে।” প্রধানমন্ত্রীর সম্পূর্ণ বক্তৃতা বিরোধীদের শোনা উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি।