সীমানায় ফিরছে শান্তি, অসম থেকে মিজোরাম যাওয়ায় উঠল বিধিনিষেধ

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 06, 2021 | 9:00 AM

বৃহস্পতিবারই অসম ও মিজোরাম সরকারের প্রতিনিধিরা আইজলে বৈঠকে বসেন। তাঁরা জানান, কয়েক দশক ধরে চলা সীমানা সমস্যা মেটানোর জন্য আলোচনা চলছে।

সীমানায় ফিরছে শান্তি, অসম থেকে মিজোরাম যাওয়ায় উঠল বিধিনিষেধ
বৈঠকে মুখোমুখী অসমের মন্ত্রী অতুল বোরা ও মিজোরামের স্বরাষ্ট্রমন্ত্রী লালচামলিয়ানা। ছবি:PTI

Follow Us

গুয়াহাটি: ধীরে ধীরে সহজ হচ্ছে পরিস্থিতি। সীমানা সমস্যা নিয়ে দুই রাজ্যই দেখাচ্ছে নমনীয়তা। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে এফআইআর তুলে নেওয়ার পর মিজোরামের সাংসদের বিরুদ্ধেও অভিযোগ তুলে নেওয়া হয়েছে। সমস্য়া সমাধানে আরও এক ধাপ এগিয়ে এ বার মিজোরামে যাতায়াতের উপর যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, তাও তুলে নিল অসম সরকার।

২৬ জুলাই অসম মিজোরাম সীমানায় দুই রাজ্য়ের বাসিন্দা ও পুলিশের মধ্যে সংঘর্ষের পরই গত ২৯ জুলাই অসম সরকার একটি নির্দেশিকা দিয়ে আপাতত মিজোরামে যাতায়াত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবার অসম সরকার নিজেই ফের এই নির্দেশিকা প্রত্যাহার করে নেয়। স্বরাষ্ট্র ও রাজনৈতিক সচিব এম এস মন্নিভন্নন জানান, দুই রাজ্যের প্রতিনিধিদের বিবৃতির পর মিজোরাম যাত্রায় যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, তা তুলে নেওয়া হল।

বৃহস্পতিবারই অসম ও মিজোরাম সরকারের প্রতিনিধিরা আইজলে বৈঠকে বসেন। তাঁরা জানান, কয়েক দশক ধরে চলা সীমানা সমস্যা মেটানোর জন্য আলোচনা চলছে। আপাতত আন্তঃরাজ্য যান চলাচল শুরু করা হয়েছে। সীমানায় দুই রাজ্য়ের পুলিশও মোতায়েন করা হয়েছে।

বৈঠক শেষে অসমের সীমানা উন্নয়ন মন্ত্রী অতুল বোরা বলেন, “দুই রাজ্য়ই সীমানায় শান্তি বজায় রাখতে রাজি হয়েছে। আপাতত কেন্দ্রীয় বাহিনীই সীমানা এলাকাগুলিতে নজরদারি চালাচ্ছে এবং দুই রাজ্যই নিজেদের পুলিশদের টহলদারী বা মোতায়েন না করার প্রস্তাবে রাজি হয়েছে।”  আরও পড়ুন: দ্রুত মেটানো হবে বকেয়া অর্থ, আন্তর্জাতিক স্তরে কর আইনে পরিবর্তন আনছে সরকার

Next Article