শিল্প বিপ্লবের দিকে এগোচ্ছে বিশ্ব, দেশকে প্রস্তুত থাকার বার্তা প্রধানমন্ত্রীর

ঈপ্সা চ্যাটার্জী |

Dec 19, 2020 | 1:45 PM

শনিবার অ্যাসোচ্যাম ফাউন্ডেশন সপ্তাহের (ASSOCHAM Foundation Week 2020) সূচনায় প্রথমদিনই প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভার্চুয়াল মাধ্যমে তিনি ভাষণ দেন।

শিল্প বিপ্লবের দিকে এগোচ্ছে বিশ্ব, দেশকে প্রস্তুত থাকার বার্তা প্রধানমন্ত্রীর
গণতন্ত্রের বৃহত্তম শত্রু 'পরিবারতন্ত্রের বিষ' উপড়ে ফেলতে যুবাদের আহ্বান নমোর

Follow Us

নয়াদিল্লি: নতুন শিল্প বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে বিশ্ব, তাল মেলাতে প্রস্তুত করতে হবে নিজেদেরও, অ্যাসোচ্যাম-র বৈঠকে দেশবাসীর উদ্দেশ্যে এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

শনিবার অ্যাসোচ্যাম ফাউন্ডেশন সপ্তাহের (ASSOCHAM Foundation Week 2020) সূচনায় প্রথমদিনই প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভার্চুয়াল মাধ্যমে তিনি ভাষণ দেন। একইসঙ্গে “অ্যাসোচাম এন্টারপ্রাইজ অব দ্য সেঞ্চুরি” পুরস্কারও প্রদান করেন ভার্চুয়াল মাধ্যমেই।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশকে আত্মনির্ভর (Atmanirbhar Bharat) তৈরি করার কথাই বলেন ফের একবার। তিনি বলেন,”কেবল আত্মনির্ভর হয়ে ওঠাই আমাদের চ্যালেঞ্জ নয়, কত দ্রুত সেই লক্ষ্য পূরণ সম্ভব, সেটিও সমান গুরুত্বপূর্ণ।” আত্মনির্ভর ভারত গড়ার জন্য দেশবাসীরই সাহায্যের প্রয়োজন, একথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আগামী বছরগুলিতে আত্মনির্ভর ভারত গড়ার জন্য সকলের সম্ভাব্য সকল শক্তির প্রয়োজন, যা একত্রিত করে এই লক্ষ্যপূরণ করা সম্ভব।”

আরও পড়ুন: দেশে এক কোটি ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা, তবে স্বস্তি দিচ্ছে সুস্থতার হার

প্রধানমন্ত্রী আরও বলেন,”সমগ্র বিশ্ব এক নতুন শিল্প বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে। তাই আজ থেকেই আমাদের দেশ গঠনের পরিকল্পনা ও তা পূরণের কাজে নেমে পড়তে হবে।”

দেশের অর্থনীতি হাল বেহাল হলেও প্রধানমন্ত্রী প্রশংসা করেই বলেন,”সমগ্র বিশ্বেরই ভারতীয় অর্থনীতির উপর ভরসা আছে। করোনা ভাইরাস প্যানডেমিকে যখন বিশ্বব্যাপী বিনিয়োগ ব্যবস্থা ক্ষতিগ্রস্থ হয়েছে, ঠিক সেই সময়ই আমরা রেকর্ড পরিমাণ বিদেশী বিনিয়োগ পেয়েছে। বিনিয়োগকারীদের এই আস্থা বাড়াতে আমাদের দেশের অভ্যন্তরেই বিনিয়োগ বাড়াতে হবে।”

দেশে বিনিয়োগ বৃদ্ধি পাওয়ায় তিনি বলেন,”আগে বিনিয়োগকারীরা বলতেন ভারতে কেন বিনিয়োগ করব? এখন তারাই বলেন, ভারতে কেন বিনিয়োগ করব না? এগুলি সবই ছয় বছরের উন্নয়নের ফল।”

আজকের অনুষ্ঠানে অ্যাসোচাম এন্টারপ্রাইজ অব দ্য সেঞ্চুরি পুরস্কার দেওয়া হয় টাটা গোষ্ঠীকে (TATA Group)। তাদের তরফে টাটা গোষ্ঠীর প্রধান রতন টাটা (Ratan Tata) এই পুরস্কার গ্রহণ করেন। করোনা পরিস্থিতিতে দেশকে সামাল দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনিও প্রধানমন্ত্রীর প্রশংসা করেন। তিনি বলেন,”বিগত যত বছর ধরে আমি ব্যবসা করছি, বরাবরই প্রধানমন্ত্রী কী চান, সেই বিষয়টিকে মূল্য দিয়েছি। প্যানডেমিকের মাঝেও তিনি যেভাবে দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে গিয়েছেন, তাতে আমাদের ওনার কাছে কৃতজ্ঞ থাকা উচিত।”

আরও পড়ুন: দেশজুড়ে বনধের প্রভাব, আজই সন্ধ্যায় কৃষকদের সঙ্গে বৈঠক শাহর

দেশে কৃষক আন্দোলন ২৪ তম দিনে প্রবেশ করেছে। তবে প্রধানমন্ত্রীর মুখে ফের একবার কৃষি আইনের প্রশংসাই শোনা গেল। তিনি বলেন, “বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনার কারণেই বিগত ছয় বছরে বিশ্বের কাছে বিনিয়োগের জন্য অন্যতম সেরা পছন্দ হয়ে উঠেছে ভারত।” কৃষক আন্দোলনের কথা উল্লেখ না করেই তিনি বলেন,”বিগত ছয় মাসে কৃষি ক্ষেত্রে যে পরিবর্তন আনা হয়েছে, তার উপকারীতা ইতিমধ্যেই ভোগ করছে কৃষকরা।”

টুইটারেও প্রধানমন্ত্রী সরকারের প্রকাশিত ই-বুকলেট পড়ার অনুরোধ করেন, যেখানে কৃষি আইনের পরিবর্তনে কৃষকরা কীভাবে উপকৃত হবে, তা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। অনলাইন পুস্তিকার কয়েকটি পাতার ছবিসহ তিনি টুইটে লেখেন,”বিভিন্ন গ্রাফিক্স ও তথ্যে সমৃদ্ধ এই অনলাইন পুস্তিকায় সাম্প্রতিক কৃষিক্ষেত্রে পরিবর্তন কীভাবে কৃষকদের সাহায্য করেছে, সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। এটা নমো অ্যাপের ইউর ভয়েস ও ডাউনলোড সেকশনে পাওয়া যাবে। সকলে পড়ুন এবং বাকিদেরও পড়ান।”

আরও পড়ুন: লাদাখে পুরোপুরি সেনা সরাতে বৈঠকে আগ্রহী ভারত-চিন

Next Article