Ayodhya Ram Mandir: অলৌকিক মুহূর্ত, অযোধ্যায় রামলালা ফিরতেই দর্শন করতে এলেন হনুমান!

Monkey Enters Ram Mandir: মঙ্গলবার বিকেল ৫টা ৫০ মিনিট নাগাদ একটি হনুমান দক্ষিণ গেট দিয়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে। সোজা মূর্তির কাছে পৌঁছে যায় হনুমান। এদিকে নিরাপত্তারক্ষীরা হনুমানটিকে দেখেই দৌড়ে আসে। তাদের ভয় ছিল মূর্তি ফেলে দিতে পারে হনুমানটি। কিন্তু তাদের ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণ করে হনুমানটি।

Ayodhya Ram Mandir: অলৌকিক মুহূর্ত, অযোধ্যায় রামলালা ফিরতেই দর্শন করতে এলেন হনুমান!
রামলালাকে দেখতে এল হনুমান।Image Credit source: TV9 বাংলা
Follow Us:
| Updated on: Jan 24, 2024 | 11:48 AM

অযোধ্যা: রামলালা এসেছেন অযোধ্যায়। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে খুলে গিয়েছে অযোধ্যার রাম মন্দিরের দরজা। আর রামলালা ঘরে ফিরতেই তার দর্শন করতে এলেন পরম ভক্ত হনুমান। মঙ্গলবার এমনই অলৌকিক দৃশ্যের সাক্ষী থাকলেন রাম ভক্তরা। শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের তরফে এই কাহিনি ভাগ করে নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, রাম মন্দির উদ্বোধনের দ্বিতীয় দিনেই শ্রী রামের দর্শন করতে আসে এক হনুমান। রামভক্তকে দেখে বাধা দেননি কেউই। তাকে প্রাণ ভরে দর্শন করতে দেওয়া হয়। মন্দিরে ঢুকে পড়া হনুমান কাউকে বিরক্ত করেনি বলেই জানানো হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে।

রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার বিকেল ৫টা ৫০ মিনিট নাগাদ একটি হনুমান দক্ষিণ গেট দিয়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে। সোজা মূর্তির কাছে পৌঁছে যায় হনুমান। এদিকে নিরাপত্তারক্ষীরা হনুমানটিকে দেখেই দৌড়ে আসে। তাদের ভয় ছিল মূর্তি ফেলে দিতে পারে হনুমানটি। কিন্তু তাদের ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণ করে হনুমানটি। চুপচাপ হনুমানটি হেঁটে উত্তর দিকের গেটের দিকে চলে যায়। কিন্তু সেই গেটটি বন্ধ থাকায় পূর্ব দিকের দরজার দিকে এগিয়ে যায়। সেখানে ভিড়ের মধ্যে দিয়েই বেরিয়ে যায় হনুমানটি।

হনুমানকে রাম মন্দিরে দেখে হকচকিয়ে যান সকলে। নিরাপত্তারক্ষীরা বলেন, এ যেন স্বয়ং হনুমানজী রামলালাকে দেখতে এসেছেন।