Mayawati: আবারও রাজনীতিতে মিশল পরিবারতন্ত্র, BSP-র উত্তরসূরী ঘোষণা মায়াবতীর

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Dec 10, 2023 | 1:41 PM

Bahujan Samaj Party: দেশবাসীর কাছে 'বেহেনজি' নামেই পরিচিত তিনি। তাঁর মূর্তি দিয়ে মন্দিরও গড়া হয়েছে। তবে বিগত কয়েক বছর ধরে রাজনীতির লাইমলাইট থেকে কিছুটা দূরেই থেকেছেন মায়াবতী। আগে যে দাপুটে নেত্রীর ভূমিকায় দেখা যেত, তা সাম্প্রতিককালে প্রায় দেখাই যায়নি। এরপরই জল্পনা শুরু হয়েছিল যে রাজনীতি থেকে কী দূরত্ব বাড়াচ্ছেন মায়াবতী?

Mayawati: আবারও রাজনীতিতে মিশল পরিবারতন্ত্র, BSP-র উত্তরসূরী ঘোষণা মায়াবতীর
ভাইপোর সঙ্গে মায়াবতী।
Image Credit source: Twitter

Follow Us

লখনউ: আরও এক দলে পরিবারতন্ত্রের ছায়া। মায়াবতীর (Mayawati) গদিতে বসবেন ভাইপো আকাশ (Akash Anand)। রবিবার এই ঘোষণা করলেন খোদ বিএসপি প্রধান। রবিবার লখনউতে বহুজন সমাজ পার্টির (Bahujan Samaj Party) দলীয় বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসপি প্রধান মায়াবতী জানান, বহুজন সমাজ পার্টির পরবর্তী প্রধান হতে চলেছেন তাঁর ভাইপো আকাশ আনন্দ।

এক সময়ে শাসন করেছেন উত্তর প্রদেশ। দেশবাসীর কাছে ‘বেহেনজি’ নামেই পরিচিত তিনি। তাঁর মূর্তি দিয়ে মন্দিরও গড়া হয়েছে। তবে বিগত কয়েক বছর ধরে রাজনীতির লাইমলাইট থেকে কিছুটা দূরেই থেকেছেন মায়াবতী। আগে যে দাপুটে নেত্রীর ভূমিকায় দেখা যেত, তা সাম্প্রতিককালে প্রায় দেখাই যায়নি। এরপরই জল্পনা শুরু হয়েছিল যে রাজনীতি থেকে কী দূরত্ব বাড়াচ্ছেন মায়াবতী?

রবিবার কার্যত সেই জল্পনাকে উসকে দিয়েই বহুজন সমাজ পার্টির উত্তরসূরী ঘোষণা করলেন মায়াবতী। উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান, আকাশ আনন্দ বহুজন সমাজ পার্টির পরবর্তী প্রধান হতে চলেছেন। তিনি মায়াবতীর ছোট ভাই আনন্দ কুমারের ছেলে। গত বছরই ভাইপোকে দলীয় কার্যকলাপের ইনচার্জ পদে বসান মায়াবতী। এবার নিজের উত্তরসূরী বলেও ঘোষণা করলেন।

   কে এই আকাশ?

মায়াবতীর ছোট ভাইয়ের ছেলে আকাশ আনন্দ ২০১৬ সালে বহুজন সমাজ পার্টিতে যোগ দেন। অল্পদিনেই জনপ্রিয়তা অর্জন করেন তিনি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিএসপির তারকা প্রচারক ছিলেন আকাশ। সম্প্রতিই চার রাজ্যের বিধানসভা নির্বাচনেও, বিশেষ করে মধ্য প্রদেশ ও রাজস্থানে বিএসপির প্রচারের দায়িত্বে ছিলেন আকাশ। মধ্য প্রদেশে সন্তোষজনক ভোট পেয়েছে বিএসপি। রাজস্থানে দুই আসনে জয়ীও হয়েছে বিএসপি।

Next Article