নয়া দিল্লি: ভারতের জাতীয় পতাকা পাড়িয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকছে বাংলাদেশের পড়ুয়ারা! বাংলাদেশের অশান্ত পরিস্থিতির মাঝে এমন লজ্জাজনক ছবি সামনে এসেছে, যা দেখে ক্ষোভে ফুঁসে উঠেছেন ভারতীয়রা। পড়শি দেশের এমন বিদ্বেষমূলক আচরণ, জাতীয় পতাকার অবমাননা নিয়ে তীব্র প্রতিক্রিয়া মিলেছে। এবার প্রতিবাদে গর্জে উঠলেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। বললেন, এটা বিকৃত সুখ।
উত্তপ্ত বাংলাদেশ। আক্রান্ত হিন্দুরা। নির্বিচারে চলছে ধরপাকড়, অত্যাচার। জ্বালিয়ে-পুড়িয়ে দেওয়া হচ্ছে হিন্দু ও সংখ্যালঘুদের বাড়িঘর, এমনটাই অভিযোগ। গ্রেফতার করা হয়েছে সাধু চিন্ময় কৃষ্ণ দাসকে। তার প্রতিবাদ যেমন হচ্ছে, তেমনই হিন্দুদের উপরে লাগাতার হামলার চিত্রও প্রকাশ্যে আসছে।
এই পরিস্থিতিতেই বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে এঁকে রাখা ভারতের পতাকা। সেই জাতীয় পতাকা মাড়িয়েই বিশ্ববিদ্যালয়ে ঢুকছে-বেরচ্ছে পড়ুয়ারা। টিভি৯ বাংলা এই ছবির সত্যতা যাচাই না করলেও, ছবিটি ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ভারতের জাতীয় পতাকার এভাবে অপমান, অবমাননার প্রতিবাদে গর্জে উঠেছে সকলে।
বাংলাদেশ থেকে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনও এই কাজের ধিক্কার জানিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, “বিশ্বের কোনও পতাকাকে কোনও সুস্থ মস্তিস্কসম্পন্ন মানুষ অবমাননা করে না। আমি বিশ্বের প্রতিটি পতাকাকে সম্মান করি, প্রতিটি দেশের জাতীয় সঙ্গীতকে সম্মান জানাতে আমি উঠে দাঁড়াই। পাকিস্তান যে এত আমাদের শত্রু দেশ, আমি পাকিস্তানের পতাকাকেও পোড়াবো না, পায়ে মাড়াবো না।”
ভারতের পতাকা মাড়ানোকে ধিক্কার জানিয়ে তিনি লেখেন, “বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবীরা ভারতের পতাকাকে পায়ে মাড়িয়ে যে সুখ পাচ্ছে, সে সুখ বিকৃত সুখ। যে মস্তিস্কে ঘৃণা থিকথিক করে, সে মস্তিস্ক অসুস্থ মস্তিস্ক। দুঃখ এই, বাংলাদেশ নামের দেশটি অসুস্থ অশিক্ষিত অপ্রকৃতিস্থ লোকের দেশ হয়ে উঠছে।”
প্রসঙ্গত, এর আগেও বাংলাদেশে হিন্দুদের উপরে হওয়া অত্যাচার নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন জনপ্রিয় লেখিকা।