প্রার্থী হওয়ার পরই ভাইরাল অশ্লীল ভিডিয়ো! ডিপফেকের শিকার BJP সাংসদ

Mar 04, 2024 | 6:44 PM

Barabanki BJP MP Upendra Singh Rawat: প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পরই, এক মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় তাঁর একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সোমবার অবশ্য, বিজেপি নেতা দাবি করেছেন ভাইরাল হওয়া ভিডিয়োটি 'ভুয়ো'। ওই অশ্লীল ভিডিয়োটি ডিপফেক এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। তবে, ভোটের লড়াই থেকে নিজেকে সরিয়ে নিতে একপ্রকার বাধ্য হয়েছেন উপেন্দ্র সিং রাওয়াত।

প্রার্থী হওয়ার পরই ভাইরাল অশ্লীল ভিডিয়ো! ডিপফেকের শিকার BJP সাংসদ
প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই ভাইরাল অশ্লীল ভিডিয়ো
Image Credit source: Twitter

Follow Us

বরাবাঁকি: একদিন আগেই মন্ত্রিসভার বৈঠকে, ভোটের সময় ডিপফেক এআই ভিডিয়োর বিপদ নিয়ে মন্ত্রীদের সতর্ক করেছিলেন। আর ঠিক তার পরদিনই ডিপফেক এআই ভিডিয়োর শিকার হলেন এক বিজেপি নেতা। বরাবাঁকির বর্তমান সাংসদ উপেন্দ্র সিং রাওয়াতকে এবারও একই আসন থেকে টিকিট দিয়েছে বিজেপি। কিন্তু, প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পরই, এক মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় তাঁর একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সোমবার অবশ্য, বিজেপি নেতা দাবি করেছেন ভাইরাল হওয়া ভিডিয়োটি ‘ভুয়ো’। ওই অশ্লীল ভিডিয়োটি ডিপফেক এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। তবে, সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো এমনবাবে ছড়িয়ে পড়েছে, যে ভোটের লড়াই থেকে নিজেকে সরিয়ে নিতে একপ্রকার বাধ্য হয়েছেন উপেন্দ্র সিং রাওয়াত।

অনলাইনে ছড়িয়ে পড়া অশ্লীল ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, শুধুমাত্র অন্তর্বাস পরা এক বিদেশিদমহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় রয়েছেন এক পুরুষ। সেই পুরুষের মুখ, হুবহু উপেন্দ্র সিং রাওয়াতের মতো। বস্তুত, ওই ভিডিয়ো দেখে বোঝার উপায় নেই, ওই ব্যক্তি উপেন্দ্র সিং রাওয়াত নয়। ভিডিয়োটি বরাবাঁকি এলাকায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। অশ্লীল ভিডিয়োটির কিছু স্ক্রিনশট, বিরোধী নেতারাও সোশ্যাল মিডিয়া শেয়ার করেছেন। এই ভিডিয়োর প্রেক্ষিতে উপেন্দ্র সিং রাওয়াতেরর বিরুদ্ধে আক্রমণ শুরু করেছেন বিরোধীরা।

ঘটনাচক্রে, শনিবারই বরাবাঁকি আসন থেকে উপেন্দ্র সিং রাওয়াতকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল বিজেপি। তার একদিন পরই এই অশ্লীল ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সোমবার উপেন্দ্র রাওয়াত দাবি করেছেন, ভিডিয়োটি ডিপফেক এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে তিনি এই বিষয়ে তদন্ত করার অনুরোধ করেছেন। তিনি আরও জানিয়েছেন, নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি আর কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।

তিনি আরও জানিয়েছেন, এই ভিডিয়োর প্রেক্ষিতে একটি এফআইআর-ও দায়ের করেছেন তিনি। তাঁর ব্যক্তিগত সচিব এই এফআইআর দায়ের করেছেন। কোতোয়ালি থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এফআইআর অনুসারে, সাংসদ অভিযোগ করেছেন, কিছু লোক তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এই তৈরি করা ভিডিয়ো প্রকাশ করেছে।

Next Article