বেঙ্গালুরু: নতুন করে কোভিড-ঢেউ আছড়ে পড়েছে চিনে। ভারতেও তিনজনের দেহে করোনার বিপজ্জনক নতুন ভ্যারিয়েন্টের হদিশ পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে ঝুঁকি এড়াতে বিশেষ পদক্ষেপ করতে চলেছে কর্ণাটক সরকার। বেঙ্গালুরু বিমানবন্দরে পুনরায় কোভিড স্ক্রিনিং শুরু হতে চলেছে। বুধবার এ কথা জানিয়েছেন কর্নাটকের স্বাস্থ্য এবং চিকিৎসা বিদ্যামন্ত্রী ডা. কে সুধাকর।
বেঙ্গালুরু বিমানবন্দরে প্রতিদিন বহু আন্তর্জাতিক যাত্রীর যাতায়াত হয়। সেকথা উল্লেখ করে
স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর বলেন, “সারা বিশ্বের করোনা পরিস্থিতির উপর নজর রেখে আমাদেরও সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। বেঙ্গালুরু বিমানবন্দরে আন্তর্জাতিক যাত্রীর যাতায়াত অনেকটাই বেশি। আমরা সেখানে যাত্রীদের কোভিড স্ক্রিনিং শুরু করব।” অর্থাৎ বেঙ্গালুরু বিমানবন্দরে আগত যাত্রীদের করোনার ডবল ডোজ ভ্যাকসিন নেওয়া রয়েছে কিনা এবং বিমানে ওঠার আগে করোনা পরীক্ষার রিপোর্ট দেখা হবে।
করোনার নতুন ঢেউ মোকাবিলায় বুস্টার ডোডের উপরেও জোর দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সুধাকর। তিনি বলেন, “আমাদের করোনার ডবল ডোজ ভ্যাকসিনেশন প্রক্রিয়া ১০০ শতাংশ সম্পন্ন হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত অনেকেই বুস্টার ডোজ নেননি। যাঁরা এখনও বুস্টার ডোজ নেননি, তাঁদের অবিলম্বে সেটা দেওয়ার ব্যাপারে পদক্ষেপ করব।” ‘যে কোনরকম পরিস্থিতির মোকাবিলা’ করতে কর্ণাটক সরকার প্রস্তুতি নিতে শুরু করেছে এবং কেন্দ্রের গাইডলাইন মেনে সমস্ত বিধি নিষেধ মানা হবে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
রাজ্যে করোনা মোকাবিলায় শীঘ্রই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক করা হবে এবং তারপরই পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের গাইডলাইন মেনে করোনা আক্রান্ত রোগীদের নমুনা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, চিনে করোনা সংক্রমণ লাগামছাড়া হারে বৃদ্ধি পেতে শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রেও ভয় ধারাতে শুরু করেছে করোনা। এই পরিস্থিতিতে আগাম সতর্কতামূলক পদক্ষেপ করতে শুরু করেছে নয়া দিল্লি। এদিনই উচ্চ পর্যায়ের বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। বৈঠক শেষে তিনি জানিয়েছেন, করোনার নতুন ভ্যারিয়েন্ট দেশে কতটা প্রভাব ফেলছে তা জানতে কোভিড পজিটিভ রোগীদের নমুনা ল্যাবরিটিতে পরীক্ষার জন্য পাঠাতে হবে। এছাড়া জমায়েত না করা এবং জমায়েত যেখানে হয় সেখানে মাস্ক পরার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।