নয়া দিল্লি : ঘোষিত হল এই বছরের রসায়নে নোবল জয়ীদের নাম। ২০২১ সালের রসায়নে নোবেল পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে দুই বিজ্ঞানীকে। বেঞ্জামিন লিস্ট এবং ডেভিড ডাব্লুউ সি ম্যাকমিলান। অনু তৈরির নতুন কৌশল আবিস্কারে তাঁদের অসামান্য কৃতিত্বের জন্য দুই বিজ্ঞানীকে এই বছর নোবেল সম্মানের জন্য বেছে নেওয়া হয়েছে।
‘অ্যাসিমেট্রিক অর্গানোক্যাটালিসিস’ হল একধরনের অনু তৈরির কৌশল। অনু তৈরির এই নতুন কৌশলটি আবিস্কার করেছেন এই বছরের নোবেল জয়ী বেঞ্জামিন লিস্ট এবং ডেভিড ডাব্লুউ সি ম্যাকমিলান। আজ রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেসের তরফে নোবেল পুরস্কার কর্তৃপক্ষের মহাসচিব গোরান হ্যানসন চলতি বছরের রসায়নে নোবেলের জন্য লিস্ট ও ম্যাকমিলানের নাম ঘোষণা করেন।
নোবেল পুরস্কারের প্য়ানেল আজ জানিয়েছে, ২০০০ সালে লিস্ট এবং ম্যাকমিলান পুরোপুরি নিজস্ব উদ্যোগে ক্য়াটালিসিসের এক নতুন পথ আবিস্কার করেছেন। নোবেল প্যানেলের এক সদস্য পারনিল্লা উইট্টুঙ্গ স্টাফশেড বলেছেন, “এই নতুন আবিস্কার ইতিমধ্যেই গোটা মানবজাতিকে ভীষণভাবে সাহায্য করছে।”
উল্লেখ্য, নোবেল পুরস্কার হিসেবে একটি সোনার পদক দেওয়া হয় প্রাপকদের ৷ সঙ্গে ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনা দেওয়া হয় নোবেলজয়ীদের, যার আনুমানিক মূল্য মার্কিন ডলারে ১.১৪ মিলিয়নের আশেপাশে
এর আগে চিকিৎসা ও পদার্থে নোবেল জয়ীদের নাম ঘোষণা করেছে রয়্যাল সুইডিশ অ্য়াকাডেমি অব সায়েন্সেস। এই বছর পদার্থে নোবেল পেলেন জাপান, জার্মানি এবং ইটালির তিন বিজ্ঞানী। তিন বিজ্ঞানীর নাম সুকুরো মানাবে, ক্লাউস হ্যাসেলম্য়ান এবং জর্জিও প্যারিসি। নোবেল কমিটির তরফে জানানো হয়েছে, কমপ্লেক্স ফিজিক্যাল সিস্টেমকে বোঝানোর ক্ষেত্রে তিন বিজ্ঞানীর অসামান্য অবদানের জন্য তাঁদের নোবেল সম্মানের জন্য বেছে নেওয়া হয়েছে।
সুকুরো মানাবে তাঁর দীর্ঘদিনের গবেষণায় তুলে ধরার চেষ্টা করেছেন, কীভাবে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার পিছনে পরিবেশে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়া দায়ী। সুকুরো মানাবে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে এক বর্ষীয়ান মেটেরোলজিস্ট। আবার বৈজ্ঞানিক ক্লাউস হ্যাসেলম্যান এমন এক মডেল তৈরি করে ফেলেছেন, তা আমাদের সাংমে জলবায়ু ও আবহাওয়ার মধ্যে সম্পর্ক তুলে ধরেছে। ক্লাউস হ্যাসেলম্যান জার্মানির ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট অব মেটেরোলজির অধ্যাপক।
পদার্থে নোবেলের বাকি অর্ধেকাংশে সম্মানিত হয়েছেন ৭৩ বছর বয়সি পদার্থবিজ্ঞানী জর্জিও প্যারিসি। কমপ্লেক্স মেটিরিয়ালসের মধ্যে যে প্যাটার্ন লুকিয়ে রয়েছে, তা আবিষ্কার করেছেন এই বর্ষীয়ান বিজ্ঞানী।
দুই মার্কিন বিজ্ঞানী ডেভিড জুলিয়াস এবং আর্ডেম পাটাপউশিয়ান যৌথভাবে এবার চিকিৎসায় নোবেল সম্মানে ভূষিত হয়েছেন। তাপমাত্রা এবং স্পর্শের অনুভূতির রিসেপ্টরের সন্ধানে তাঁদের অনবদ্য অবদানের কথা মাথায় রেখে, দুই মার্কিন বিজ্ঞানীকে এ বছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল সম্মানের জন্য বেছে নেওয়া হয়েছে।
আরও পড়ুন : Nobel in Physics: জলবায়ু সংক্রান্ত বড় আবিস্কার, পদার্থে নোবেল তিন বিজ্ঞানীকে