বিহার: গোটা দেশজুড়ে বেড়েছে পেট্রল-ডিজ়লের দাম। যার কারণে একাধিকবার বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছে মোদী সরকারকে। কিন্তু এরপরও আশানুরুপ কোনও ফল হয়েছে বলা চলে না। এরই মাঝে এক অভিনব প্রতিবাদ করতে দেখা গেল বিহার পঞ্চায়েত ভোটে দাঁড়ানো প্রার্থী আজ়াদ আলমকে। মোষের পিঠে চড়ে মনোনয়ন জমা দিলেন তিনি।
ঘটনাটি কাটিহারের হাসানগঞ্জ ব্লকের হাথিয়া দিয়ারা রামপুর পঞ্চায়েতের। এখানে পঞ্চায়েত প্রধান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আজ়াদ। কিন্তু কেন এইভাবে মনোনয়ন জমা দিলেন প্রার্থী?
উত্তরে তাঁর বক্তব্য, ” আমি দরিদ্র কৃষক পরিবারের ছেলে। আমার চার চাকার গাড়ি নেই। সেই কারণে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি মহিষের পিঠে চড়ে আসার। মহিষ, গরু হল একজন কৃষকের সম্পদ।” এরপরই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিয়ো। উপচে পড়েছে কমেন্টের বন্যা।
তবে বিহারে এই ঘটনা নতুন নয়। প্রার্থীরা বিভিন্ন মজাদার পোশাক পরে মনোনয়ন দাখিল করেছেন। কেউ দু’চাকা চালিয়েছে, কেউ বা চার চাকা।
প্রসঙ্গত জ্বালানি তেলের খুচরো বিক্রয়ের দাম রেকর্ড স্তরে পৌঁছে গিয়েছে। এমন শহরের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে যেখানে খুচরো বিক্রয়ের ক্ষেত্রে পেট্রোলের দাম প্রতি লিটারে সেঞ্চুরি পার করেছে। ক্রমাগত মূল্যবৃদ্ধি নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। বাদ পড়েনি এই রাজ্যও। জ্বালানীর দাম কমাতে প্রধানমন্ত্রীকে একাধিকবার চিঠি দিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাদল অধিবেশন চলাকালীনও তৃণমূল সাংসদদের দেখা গিয়েছে প্রতিবাদ করতে। সাইকেল চালিয়ে সংসদ ভবনে ঢুকেছেন ডেরেক ও’ব্রায়েন।
গত ৯ জুলাই প্রতিবাদে সামিল হন কামারহাটির বিধায়ক মদন মিত্র। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রথমে সাইকেলে চড়েন তিনি। পরে উঠে পড়েন গরুর গাড়িতে। হাতে ছিল একটি ছোটো বাঁশ। সেই সময় তাঁকে সঙ্গ দিয়েছিলেন অনুগামীরা ৷
প্রতিবাদ করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করতে গিয়ে পুরনো হিন্দি চলচ্চিত্রের উদাহরণ টেনে আনেন কংগ্রেস সাংসদ। কেন্দ্রীয় সরকারের সঙ্গে তিনি পুরনো দিনের সিনেমার লোভী মহাজনেরও তুলনা করেছেন ৷
এরপরও লাভের লাভ কিছু হয়নি।সেপ্টেম্বর মাসে পেট্রোল আর ডিজেলের দাম এখনও পর্যন্ত দুবার কম হয়েছে। কিন্তু তা সত্ত্বেও জ্বালানি তেলের দাম রয়েছে আকাশছোঁয়া।প্রথমে ১ সেপ্টেম্বর ২০২১ এ পেট্রোল ডিজেলের দামে প্রতি লিটার ১৫ পয়সা কম হয়েছিল, আর তারপর ফের ৫ সেপ্টেম্বর ২০২১ রবিবারে জ্বালানি তেলের দামে ১৫ পয়সা কম করা হয়েছিল। অর্থাৎ সেপ্টেম্বর মাসে এখনও পর্যন্ত জ্বালানি তেলের দাম ৩০ পয়সা কমেছে।
আরও পড়ুন: ‘ডাবল ইঞ্জিনের’ সুফল মিলছে রাজ্যে! যোগীর ভুয়সী প্রশংসায় মোদী