AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Raghav Chadha: দিল্লি অধ্যাদেশ বিল নিয়ে নয়া বিতর্ক, সাংসদদের সই নকলের মারাত্মক অভিযোগ রাঘব চাড্ডার বিরুদ্ধে

Delhi Ordinance Bill: রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ করেন যে আপ সাংসদ রাঘব চাড্ডা দিল্লি অধ্যাদেশ বিলকে সিলেকশন কমিটিতে পাঠানোর জন্য় পাঁচ জন সাংসদের সই নকল করেছিলেন। এই অভিযোগ ওঠার পরই তোলপাড় শুরু হয়।

Raghav Chadha: দিল্লি অধ্যাদেশ বিল নিয়ে নয়া বিতর্ক, সাংসদদের সই নকলের মারাত্মক অভিযোগ রাঘব চাড্ডার বিরুদ্ধে
সংসদে তরজা অমিত শাহ ও রাঘব চাড্ডার মধ্যে।Image Credit: PTI
| Edited By: | Updated on: Aug 08, 2023 | 9:39 AM
Share

নয়া দিল্লি: লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হয়ে গেল দিল্লি অধ্যাদেশ বিল (Delhi Ordinance Bill)। সোমবারই রাজ্যসভায় এই বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আলোচনার পর ভোটাভুটিতে ওই বিল পাশ হয়ে যায়। এর ফলে দিল্লিতে আমলাদের নিয়োগ ও বদলির ক্ষমতা লেফটেন্য়ান্ট গভর্নরর হাতেই রইল, যা নিয়ে আপত্তি ছিল দিল্লির শাসক দল আম আদমি পার্টি (Aam Aadmi Party)। বিল পাশ হতে না হতেই নতুন বিতর্ক শুরু হল এই অধ্যাদেশকে ঘিরেই। আপ সাংসদ রাঘব চাড্ডার (Raghav Chadha) বিরুদ্ধে সই নকল করার মারাত্মক অভিযোগ আনল বিজেপি।

সোমবারই রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ করেন যে আপ সাংসদ রাঘব চাড্ডা দিল্লি অধ্যাদেশ বিলকে সিলেকশন কমিটিতে পাঠানোর জন্য় পাঁচ জন সাংসদের সই নকল করেছিলেন। এই অভিযোগ ওঠার পরই তোলপাড় শুরু হয়। রাঘব চাড্ডাকে গ্রেফতারির দাবি তোলা হয়। যদিও আম আদমি পার্টির তরফে এই অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, কোনও বিল সিলেকশন কমিটিতে পাঠানোর জন্য সাংসদদের সাক্ষরের প্রয়োজনই পড়ে না।

দলের তরফে জানানো হয়, যেখানে প্রস্তাব পাঠানোর জন্য কোনও সাক্ষরের প্রয়োজন পড়ে না, সেখানে নকল সাক্ষরের প্রশ্নই ওঠে না। সূত্রের খবর, প্রস্তাবনায় যে পাঁচজন সাংসদের নাম পাঠানো হয়েছিল, তাঁরা সংসদের দুই কক্ষেই অধিবেশনে অংশ নিয়েছেন। সেই জন্যই পূর্ণ আস্থায় তাদের নাম উল্লেখ করা হয়েছিল।

যে পাঁচজন সাংসদের নাম রাঘব চাড্ডা পাঠিয়েছিলেন, তাঁদের মধ্যে বিজেপির তিন সাংসদ- এস পি কোনয়াক, নরহরি আমিন সুধাংশু ত্রিবেদীর নাম ছিল। এছাড়া এআইএডিএমকে-র এম থাম্বিদুরাই ও বিজেডির সস্মিত পাত্রের নামও ছিল। সূত্রের খবর, এই পাঁচজন সাংসদই আলাদাভাবে রাঘব চাড্ডার বিরুদ্ধে বিশেষাধিকার লঙ্ঘন বা ব্রিচ অব প্রিভিলেজের নোটিস পাঠিয়েছে।

এই বিষয়ে আপ সাংসদ রাঘব চাড্ডাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আগে প্রিভিলেজ কমিটি আমায় নোটিস পাঠাক, তারপর আমি জবাব দেব।”

সংসদের নিয়ম অনুযায়ী, সিলেকশন কমিটির সদস্য় হওয়ার জন্য়ই একমাত্র সাক্ষর বা অনুমতির প্রয়োজন পড়ে।