নয়া দিল্লি: ডিসেম্বরে মোদী-শাহের রাজ্যে বিধানসভা নির্বাচনের পাশাপাশি দেশের বেশ কিছু রাজ্য়ে উপনির্বাচনও অনুষ্ঠিত হবে। তার মধ্যে রয়েছে উত্তর প্রদেশের মইনপুরী আসন। মুলায়ম সিং যাদবের মৃত্যুর পর এই লোকসভাকেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই আসনে সমাজবাদী পার্টির প্রার্থী হিসেবে আগেই অখিলেশ যাদবের স্ত্রী-র ডিম্পল যাদবের নাম ঘোষণা করা হয়েছিল সপার তরফে। এবার এই আসনে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করা হল। বিজেপির তরফে প্রাক্তন সাংসদ রঘুরাজ সিং শাক্যকে এই আসন থেকে দাঁড় করানো হয়েছে।
শিবপাল যাদবের প্রগতিশীল সমাজবাদী পার্টি ছেড়ে এই বছরই বিজেপিতে যোগ দিয়েছেন শাক্য। এমনিতে সপার গড় হিসেবেই পরিচিত মইনপুরী। এবং সপার সেই দুর্গ ভাঙতে উদ্যত হবে বিজেপি। সম্প্রতি আজ়মগড় ও রামপুরের লোকসভা আসনেও সপাকে হারিয়ে জয় পেয়েছিল বিজেপি। এদিকে মইনপুরীর পাশাপাশি বিজেপি উত্তর প্রদেশ, বিহার, রাজস্থান ও ছত্তীসগঢ়ের উপনির্বাচনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। এর মধ্যে উত্তর প্রদেশের দুটি বিধানসভা কেন্দ্র এবং বাকি রাজ্যের একটি করে কেন্দ্রে উপনির্বাচন রয়েছে।
সমাজবাদী পার্টির বিধায়ক আজ়ম খান ২০১৯ সালে বিদ্বেষমূলক বক্তৃতার কারণে দোষী সাব্যস্ত হন। তারপর তাঁর বিধায়ক পদ খারিজ করা হয়। তাই রামপুর কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আর ২০১৩ সালে মুজাফফরনগরের দাঙ্গায় বিজেপি বিধায়ক বিক্রম সাইনি দোষী সাব্যস্ত হওয়ায় তাঁর বিধায়ক পদ খারিজ হয়ে যায়। তাই খতৌলিতেও এবার উপনির্বাচন অনুষ্ঠিত হবে। বিজেপি খতৌলি থেকে রাজকুমারী সাইনি ও রামপুর থেকে আকাশ সাক্সেনাকে দাঁড় করিয়েছেন। এদিকে খতৌলি থেকে যৌথভাবে উপনির্বাচন লড়বে সমাজবাদী পার্টি ও রাষ্ট্রীয় লোক দল। বিজেপির বিরুদ্ধে প্রাক্তন বিধায়ক মদন ভাইয়াকে প্রার্থী হিসেবে দাঁড় করানো হয়েছে। এদিকে বিহারের কুরহানি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী কেদার প্রসাদ গুপ্ত। রাজস্থানের সর্দারশহর কেন্দ্র থেকে অশোক কুমার পিঞ্চা ও ছত্তীসগঢ়ের ভানুপ্রতাপপুর থেকে ব্রহ্মনাদ নেতামকে প্রার্থী করেছে বিজেপি।