কবে প্রার্থী তালিকা প্রকাশ করবে বিজেপি? আজ রাজধানীতে বড় বৈঠক

ঈপ্সা চ্যাটার্জী |

Feb 24, 2024 | 11:04 AM

Lok Sabha Election 2024: শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে বিজেপির বৈঠক। এই বৈঠকে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সমস্ত রাজ্যে নির্বাচনী প্রস্তুতি কেমন, কীভাবে প্রচার চালানোর পরিকল্পনা করা হচ্ছে, সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে আজকের বৈঠকে।

কবে প্রার্থী তালিকা প্রকাশ করবে বিজেপি? আজ রাজধানীতে বড় বৈঠক
নরেন্দ্র মোদী ও অমিত শাহ
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: বেজে গিয়েছে লোকসভা নির্বাচনের দামামা। রাজ্যে রাজ্যে নির্বাচনের প্রচার প্রস্তুতি শুরু করে দিয়েছে দলগুলি। এরমধ্যেই আজ, শনিবার দিল্লিতে  বৈঠকে বসছে বিজেপি(BJP)। সূত্রের খবর, আজকের বৈঠকে প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হতে পারে। আজই প্রার্থী তালিকা তৈরি হয়ে যেতে পারে। আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহেই বিজেপি প্রার্থী তালিকা (Candidate List) প্রকাশ করতে পারে।

শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে বিজেপির বৈঠক। এই বৈঠকে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সমস্ত রাজ্যে নির্বাচনী প্রস্তুতি কেমন, কীভাবে প্রচার চালানোর পরিকল্পনা করা হচ্ছে, সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে আজকের বৈঠকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জেপি নাড্ডা কবে কোন রাজ্যে নির্বাচনী প্রচারে যাবেন, তার রোডম্যাপও তৈরি করা হবে আজকের বৈঠকে।

সূত্রের খবর, বিধানসভা নির্বাচনগুলিতে যেভাবে ছোট ছোট প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছিল, লোকসভা নির্বাচনের ক্ষেত্রে সেই পথে হাঁটবে না বিজেপি। আগামী মার্চ মাসে বড় প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে, যেখানে শতাধিক প্রার্থীর নাম ও তারা কোন কেন্দ্র থেকে দাঁড়াবেন, তা বলা হবে।

প্রার্থী তালিকা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় নির্বাচনী কমিটি। আজকের বৈঠকে প্রধানমন্ত্রী না থাকলেও, প্রার্থী তালিকা চূড়ান্ত করার সময় তিনি উপস্থিত থাকবেন বলেই খবর।

এবার বিজেপির প্রচারের অন্যতম হাতিয়ার হতে চলেছে অযোধ্যার রাম মন্দির। জানুয়ারি মাসেই উদ্বোধন হওয়া রাম মন্দির নিয়ে রাজ্যে রাজ্যে প্রচার করা হবে। পাশাপাশি বিগত ১০ বছরের উন্নয়নের খতিয়ানও তুলে ধরা হবে নির্বাচনী প্রচারে। বাড়ি বাড়ি গিয়ে গ্যাসের সংযোগ থেকে শুরু করে বিদ্যুৎ-জলের লাইনের সংযোগ, পাকা বাড়ি তৈরি সহ একাধিক উন্নয়নমূলক প্রকল্পের প্রচার করা হবে।

Next Article