Priyanka Gandhi: প্রিয়ঙ্কার সাংসদ পদ খারিজের দাবি তুলে আদালতে বিজেপি, চাপে কংগ্রেস নেতা
Priyanka Gandhi: এই ইস্যুকেই হাতিয়ার করে আসরে নেমেছে বিজেপি। পিটিশন দায়েরের সময়, আদালতের কাছেও প্রিয়ঙ্কার বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে আপাতত জয় খারিজের আর্জি জানিয়েছেন তিনি।
নয়াদিল্লি: কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধীর বিরুদ্ধে আদালতে দ্বারস্থ বিজেপি। সদ্য সমাপ্ত ওয়েনাড় উপনির্বাচনে প্রিয়ঙ্কা গান্ধীর জয়কে চ্যালেঞ্জ করে আদালতে গেলেন বিজেপি নেত্রী নব্য হরিদাস। মনোনয়ন দাখিলের সময় ব্যক্তিগত এবং পারিবারিক সম্পত্তির সম্পূর্ণ হিসাব দেননি প্রিয়াঙ্কা, এমনটাই অভিযোগ তাঁর।
এদিন কেরল হাইকোর্টে কংগ্রেস সাংসদের বিরুদ্ধে পিটিশন দাখিল করেন বিজেপি নেত্রী নব্য হরিদাস। ওয়েনাড় উপনির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার সময় নিজের সম্পত্তির সম্পূর্ণ খতিয়ান দেননি প্রিয়ঙ্কা, এমনটাই দাবি তাঁর। পাশাপাশি, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তালিকা নিয়েও স্বচ্ছতা বজায় রাখেননি কংগ্রেস নেত্রী। আর এই ইস্যুকেই হাতিয়ার করে আসরে নেমেছে বিজেপি। পিটিশন দায়েরের সময়, আদালতের কাছেও প্রিয়ঙ্কার বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে জয় খারিজের আর্জি জানিয়েছেন তিনি।
এই প্রসঙ্গে নব্য হরিদাসের আইনজীবী হরিকুমার জানান, ‘মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় তাঁর ব্যক্তিগত সম্পত্তি ও পারিবারিক সম্পত্তির খতিয়ান নিয়ে স্বচ্ছতা বজায় রাখেননি প্রিয়ঙ্কা। পাশাপাশি, তাঁর বিরুদ্ধে থাকা একাধিক মামলাকে লুকিয়েছেন তিনি।’ অন্য দিকে, প্রিয়ঙ্কার বিরুদ্ধে ওঠা অভিযোগকে একেবারে নস্যাৎ করেছে কংগ্রেস। এই ঘটনাকে সস্তার প্রচার বলেই কটাক্ষ করেছেন তাদের রাজ্যসভা সাংসদ প্রমোদ তিওয়ারি।
প্রসঙ্গত, গতমাসেই দাদা রাহুলের ছেড়ে যাওয়া কেন্দ্র থেকে বিপুল ভোটে জয় লাভ করেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী। সেই উপনির্বাচনেই প্রিয়ঙ্কার বিরুদ্ধে বিজেপির টিকিটে দাঁড়িয়ে ছিলেন নব্য হরিদাস। কিন্তু ভোটের লড়াইয়ে কংগ্রেস নেত্রীর সামনে এক মুহূর্ত টিকতে পারেননি তিনি। ৫ লক্ষ ভোটের পার্থক্যে প্রিয়ঙ্কার বিপক্ষে গো-হারা হেরে তৃতীয় হন এই বিজেপি নেত্রী। অন্য দিকে মোট ৬ লক্ষ ২২ হাজার ৩৩৮টি ভোট নিজের থলিতে ঢোকান কংগ্রেস নেত্রী।