Kuber Mantra: প্রত্যেকে দিন এই মন্ত্র জপ করলেই দূর হবে অর্থ কষ্ট

Kuber Mantra: পরিশ্রমের সঙ্গেই দ্রুত সাফল্যকে আকর্ষণ করতে কিছু উপায়ের কথাও উল্লেখ করা রয়েছে জ্যোতিষশাস্ত্রে।

Kuber Mantra: প্রত্যেকে দিন এই মন্ত্র জপ করলেই দূর হবে অর্থ কষ্ট
Follow Us:
| Updated on: Dec 22, 2024 | 1:52 PM

প্রত্যেকের জীবনে কোনও না কোনও একটা সময়ে অভাব অনটনের মধ্যে দিয়ে যায়। কেউ জীবনের প্রথম অর্ধে অভাবের মধ্যে থাকেন। কিন্তু যদি পরিশ্রম করতে পারেন, তাহলে সেই দুর্দশাকে ঘোচাতেও পারেন। কেউ আবার অতিরিক্ত আয়েশ, ভোগ করার মানসিকতার জেরে হারিয়ে বসেন নিজের সব কিছু। খুব বেশিদিন অভাব অনটন চললে তা আমাদের মানসিক স্বাস্থ্যকেও প্রভাবিত করে। অবসাদ, হতাশা দানা বাঁধতে শুরু করে মনের ভিতরে। নানা কারণে ওঠা নামাই জীবনের ধর্ম। তবে সেই অভাবে অভ্যস্থ হয়ে গেলে, ‘না পারায়’ স্বস্তি বোধ করতে শুরু করলে মুশকিল।

তাই রোজের অভাব অনটন দূর করার জন্য নানা উপায় রয়েছে আমাদের শাস্ত্রে। সাফল্যের একমাত্র পথ পরিশ্রম। কথায় বলে কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না। তবে পরিশ্রমের সঙ্গেই দ্রুত সাফল্যকে আকর্ষণ করতে কিছু উপায়ের কথাও উল্লেখ করা রয়েছে জ্যোতিষশাস্ত্রে।

জ্যোতিষশাস্ত্র মতে, কুবের হলেন ধনসম্পদের দেবতা। নিয়মনিষ্ঠা ভরে কুবেরের মন্ত্র জপ করলে অর্থ কষ্ট দূর হয়। জানেন কী সেই মন্ত্র? কী ভাবে পাঠ করলে আসবে টাকা?

এই খবরটিও পড়ুন

কুবের মন্ত্র

‘ওম শ্রিম ওম হ্রিম শ্রিম, ওম হ্রিম শ্রিম ক্লিম ভিটিটশ্বরায়াহ নামাহ’

কুবের মন্ত্র পাঠ করার নিয়ম

এই মন্ত্র দিনের যে কোনও সময়ে পাঠ করা যায়। তবে সন্ধ্যা ও রাতে পাঠ করলে বেশি ফল পাওয়া যায়। এছাড়াও ধনতেরাস, অক্ষয়তৃতীয়া, কালীপুজো এবং যে কোনও গ্রহণের দিন এই মন্ত্র পাঠ করলে বিশেষ উপকার পাওয়া যেতে পারে।