নয়া দিল্লি: মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল কলকাতা ও হাওড়ায়। বিরোধী দলের কর্মী-সমর্থকদের সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে পুলিশকে। বুধবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে রবিশঙ্কর প্রসাদও বুঝিয়ে দিলেন, রাজ্য নেতৃত্বের আন্দোলনে সবরকমভাবে পাশে থাকছে কেন্দ্রীয় নেতৃত্ব। মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযান ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই প্রসঙ্গে রবিশঙ্কর প্রসাদ বলেন, “পুলিশের যে অত্যাচার হয়েছে, তার তীব্র নিন্দা জানাই। মমতা বন্দ্যোপাধ্য়ায় তিন বারের মুখ্যমন্ত্রী। কিন্তু আপনার এখন কী হয়ে গিয়েছে? আপমনি যে কাজ করছেন, তা আপনার নিজের রাজনৈতিক উত্থানের থেকে সম্পূর্ণ আলাদা। আপনি নিজে বামেদের অত্যাচারের বিরুদ্ধে লড়েছেন। আর আজ তার থেকেও বেশি অত্যাচার বিজেপির উপর হচ্ছে। এর মানে কী?”
পশ্চিমবঙ্গের সরকারের উপর আক্রমণের সুর আরও চড়িয়ে রবিশঙ্কর প্রসাদের কথায়, “নবান্নে অভিযানে গতকাল বিজেপির নেতা ও কর্মীদের ওপর অত্যাচার করা হয়েছে, গণতন্ত্র হনন করা হয়েছে। মমতার সরকারের আইন বলে কিছু নেই।” পাশাপাশি কারও নাম না করে রাজ্যে সাম্প্রতিক অতীতে দুর্নীতির যে অভিযোগগুলি উঠে এসেছে, সেই প্রসঙ্গও তুলে ধরেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে তিনি বলেন, “তৃণমূল কথার অর্থ মাটির কাছাকাছি। যিনি মাটির কাছাকাছি থাকেন, তিনি এভাবে অত্যাচার করেন না। আপনি তৃণমূলের নাম বদলে দিন।”
মঙ্গলবার পুলিশি জুলুমের যে অভিযোগ তোলা হচ্ছে, সেই বিষয়ে এদিন সাংবাদিক বৈঠক থেকে তিনি বলেন, “আমাদের প্রায় এক হাজার কর্মী জখম। প্রায় ৪০০ কর্মী হাসপাতালে ভর্তি হয়েছিলেন, যাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এখনও ৩০ জন কর্মী গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি।” তিনি স্পষ্ট করে দেন, “এইভাবে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির আন্দোলনকে আটকানো যাবে না।”
রাজ্যের শাসক দলের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতা রবিশঙ্কর প্রসাদ বলেন, “রাজ্যের পুলিশ কীভাবে দলদাসের ভূমিকা পালন করছে, সেটা গতকাল নবান্নের অভিযানে যেভাবে দলীয় কর্মীরা আক্রান্ত হয়েছে, তার থেকে সব কিছু স্পষ্ট। শুভেন্দু অধিকারীকে মহিলা পুলিশ আটক করেছে, যা অবাক করার মতো।” এর পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রককে রিপোর্ট জমা দেওয়ার প্রশ্নে তিনি বলেন, “নবান্ন অভিযানে বিজেপির নেতা ও কর্মীদের উপর পুলিশ যেভাবে হামলা চালিয়েছে, দল তা নিয়ে বিস্তারিত আলোচনা করবে। এই জাতীয় ঘটনায় যাবতীয় সাংবিধানিক পদক্ষেপ করতে পিছপা হবে না দল।”