হায়দরাবাদ: তেলঙ্গানা বিধানসভা নির্বাচনের আর মাস দেড়েকও বাকি নেই। এই অবস্থায় দলের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। আর প্রথম দফার প্রার্থী তালিকাতে নাম রয়েছে তেলঙ্গানার বির্তকিত নেতা টি রাজা সিংয়ের (T Raja Singh)। গত বছরের অগস্টে দল থেকে রাজা সিংকে সাসপেন্ড করেছিল বিজেপি। ভোটের আগে তাঁর সাসপেনশন প্রত্যাহার করা হল। এমনকি, তাঁকে বিধানসভা নির্বাচনে প্রার্থীও করল পদ্ম শিবির।
গত বছরের ২৫ অগস্ট তাঁকে গ্রেফতার করেছিল হায়দরাবাদ পুলিশ। একটি ধর্মের বিরুদ্ধে বিতর্কিত ভিডিয়ো বার্তা দেওয়ার অভিযোগ তাঁকে গ্রেফতার করা হয়। নভেম্বরে তেলঙ্গানা হাইকোর্টের নির্দেশে জেল থেকে ছাড়া পান তিনি। এদিকে, তাঁকে ঘিরে বিতর্ক বাড়ার পর দল থেকে সাসপেন্ড করে বিজেপি। এমনকি, তাঁকে শোকজ নোটিস পাঠায় দল। সেই নোটিসের জবাব দেন রাজা সিং। সেই জবাব খতিয়ে দেখার পর তাঁর সাসপেনশন প্রত্যাহার করা হল।
তেলঙ্গানা রাজ্য বিজেপির সভাপতি জি কিষাণ রেড্ডি জানিয়েছেন, সাসপেনশনের পরিপ্রেক্ষিতে টি রাজা সিংকে শোকজ নোটিস পাঠানো হয়েছিল। উনি তার জবাব দেন। সেই জবাব খতিয়ে দেখার পর সাসপেনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় শৃঙ্খলারক্ষা কমিটি।
শুধু সাসপেনশন প্রত্যাহার নয়, ঘোষামহল আসনে ফের তাঁকে প্রার্থী করা হয়েছে। প্রথম দফার যে প্রার্থী তালিকা বিজেপি প্রকাশ করেছে, তাতে ২০১৮-র নির্বাচনে একমাত্র জয়ী বিধায়ক হলেন রাজা সিং। যদিও এই তালিকার আরও ২ জন পরে উপনির্বাচনে জয়ী হয়ে তেলঙ্গানা বিধানসভায় পা রাখেন।