নমোর মন্ত্রিসভায় শাহের ডেপুটি নিশীথ, সুভাষ-শান্তনু-বার্লার কাঁধেও গুরুদায়িত্ব

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Jul 08, 2021 | 12:48 AM

Modi Cabinet Expansion 2021: দু'বছরের মধ্যে রাজনৈতিকভাবে যে 'প্রোমোশন' তাঁর হয়েছে, তা নিঃসন্দেহে ঈর্ষণীয়। একই সঙ্গে তা আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভবিষ্যতের জন্য তাৎপর্যপূর্ণও বটে।

নমোর মন্ত্রিসভায় শাহের ডেপুটি নিশীথ, সুভাষ-শান্তনু-বার্লার কাঁধেও গুরুদায়িত্ব
মোদী মন্ত্রিসভায় বাংলা থেকে জায়গা পাওয়া সাংসদরা

Follow Us

নয়া দিল্লি: বয়স মাত্র ৩৫। এই বয়সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় জায়গা পেয়ে গেলেন কোচবিহারের তরুণ সাংসদ নিশীথ প্রামাণিক। যে সে মন্ত্রক নয়, খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রকের ডেপুটি হতে চলেছেন তিনি। যা আদতে বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে এক সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একটি বড় অংশ। নিশীথের মতোই ভিন্ন ৩ দফতরের প্রতিমন্ত্রী হয়েছেন জন বার্লা, সুভাষ সরকার ও শান্তনু ঠাকুর। এর মধ্যে বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার পেয়েছেন শিক্ষা দফতরের প্রতিমন্ত্রক। অন্যদিকে শান্তনু ঠাকুর এবং জন বার্লা যথাক্রমে বন্দর, জাহাজ, জলপরিবহন মন্ত্রকের প্রতিমন্ত্রী ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী হয়েছেন। তবে এই ৪ জনের মধ্যেই আলাদা করে নজর কাড়ছেন নিশীথ।

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে ২০১৯ সালে নিশীথ যখন সাংসদ নির্বাচিত হন তখন তাঁর বয়স ছিল ৩৩। দু’বছরের মধ্যে রাজনৈতিকভাবে যে ‘প্রোমোশন’ তাঁর হয়েছে, তা নিঃসন্দেহে ঈর্ষণীয়। একই সঙ্গে তা আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভবিষ্যতের জন্য তাৎপর্যপূর্ণও বটে। নিশীথকে স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী করার পিছনে মোদী-শাহের ক্ষুরধার বুদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনার ছাপ দেখছে ওয়াকিবহাল মহল।

প্রথমত, নিশীথ উত্তরবঙ্গের সাংসদ। যে উত্তরবঙ্গে বিজেপির পায়ের তলার মাটি শক্ত, এবং সেখান থেকেই বারংবার বঞ্চনার দাবি ওঠে, সেই উত্তরবঙ্গের যুবা নেতাকে নিজের ডেপুটি করার পিছনে কী কী কারণ থাকতে পারে? পর্যবেক্ষকদের একাংশের মতে, সবার প্রথম তো এর দ্বারা উত্তরবঙ্গবাসীর মনে আরও একটু জায়গা তৈরি করতে সক্ষম হবে বিজেপি। দ্বিতীয়ত, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিজেপি যেভাবে বারবার সরকারকে নিশানায় নিয়ে থাকে, তার তীব্রতা এ বার আরও কয়েক যোজন বৃদ্ধি পাবে। কারণ, খোদ বঙ্গ বিজেপির সাংসদ এখন থাকবেন শাহের মন্ত্রকে। ফলে রাজ্যের শাসকদলকেও কিছুটা সাবধানী ভূমিকা পালন করতে হবে।

অলংকরণ: অভীক দেবনাথ

আরও পড়ুন: নতুন মন্ত্রক পেলেন শাহ, এক হল স্বাস্থ্য এবং রাসায়নিক সার, দফতর বণ্টনেও চমক নমোর

ভুলে গেলে চলবে না, নির্বাচনের সময় অনুপ্রবেশকে বড় ইস্যু করেছিল বিজেপি। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলি দিয়ে অবৈধ অনুপ্রবেশ রুখতে এবং নজরদারি বৃদ্ধির ক্ষেত্রেও নিশীথ প্রামাণিক এ বার বিরাট ভূমিকা নিতে পারেন বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে মনে করিয়ে দেওয়া প্রয়োজন, জন বার্লার কেন্দ্রশাসিত উত্তরবঙ্গের দাবিকে তিনি ‘মানুষের আবেগ’ বলে ঘুরপথে সমর্থনও করেছিলেন। সেই জন বার্লাকেও মন্ত্রিসভায় জায়গা দিয়েছেন নরেন্দ্র মোদী। ফলে একই মনোভাবাপন্ন দুই মন্ত্রী একই ভৌগলিক জায়গায় অবস্থান করলে সেখানকার রাজনৈতিক মানচিত্রেও যে বদল আসবে, তা ধরে নেওয়াই যায়।

বুধবার রাতে মন্ত্রক বণ্টনের পর বিশেষ করে নিশীথের মন্ত্রক দেখে একটা কথা নির্দ্বিধায় স্বীকার করছেন রাজনীতির কারবারিরা; তা হল- পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে পর্যুদস্ত হলেও ২০২৪ সালের লোকসভাতেও সেই বাংলাকেই পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি। বাংলা থেকে দুইয়ের বদলে চার মন্ত্রী হোক, বা নিশীথকে অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রকের প্রতিমন্ত্রী করার মাধ্যমে হোক; বিজেপির প্রতিটি পদক্ষেপ ক্রমাগত টের পাওয়াচ্ছে, ‘মিশন বেঙ্গল’ সফল করতে এখনও বদ্ধপরিকর পদ্মাসনে থাকা নেতারা।

আরও পড়ুন: কোন অঙ্কে চার সাংসদকে মন্ত্রিসভায় স্থান? বাবুলের জন্যও বিকল্প ভাবনা বিজেপির

Next Article