AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kangana Ranaut: কঙ্গনা রানাওয়াতকে ‘চড়’ মহিলা জওয়ানের, দেখুন ভিডিয়ো

Kangana Ranaut: বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, কঙ্গনা রানাওয়াতকে চড় মারায় অভিযুক্ত মহিলা জওয়ানের নাম কুলবিন্দর কাউর। তিনি দিল্লি-হরিয়ানা সীমান্তে কৃষক বিক্ষোভ নিয়ে কঙ্গনার মন্তব্যে ক্ষুব্ধ হয়েছিলেন। এদিন তারই প্রতিশোধ নিলেন বলে সূত্রের খবর।

| Updated on: Jun 06, 2024 | 6:48 PM
Share

চণ্ডীগঢ়: প্রকাশ্যে ‘থাপ্পড়’ খেলেন কঙ্গনা রানাওয়াত! চণ্ডীগঢ় বিমানবন্দরে এক মহিলা CISF জওয়ান বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াতকে চড় মেরেছেন বলে অভিযোগ। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে চণ্ডীগঢ় বিমানবন্দরে। বিজেপির তারকা সাংসদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে।

এবারের লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সেই সূত্রে দলের সাংসদীয় বৈঠকে যোগ দিতে এদিন দুপুরে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন কঙ্গনা। দুপুর সাড়ে ৩টে নাগাদ চণ্ডীগঢ় বিমানবন্দর থেকে দিল্লির বিমান ধরতে যান। সেই সময়ই চেকিং করতে গিয়ে CISF-এর এক মহিলা জওয়ান বিজেপির তারকা প্রার্থীকে চড় মারেন বলে অভিযোগ।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, কঙ্গনা রানাওয়াতকে চড় মারায় অভিযুক্ত মহিলা জওয়ানের নাম কুলবিন্দর কাউর। তিনি দিল্লি-হরিয়ানা সীমান্তে কৃষক বিক্ষোভ নিয়ে কঙ্গনার মন্তব্যে ক্ষুব্ধ হয়েছিলেন। এদিন তারই প্রতিশোধ নিলেন বলে সূত্রের খবর।

কঙ্গনা রানাউতকে চড় মারার পর রেহাই পাননি ওই মহিলা জওয়ান। ঘটনার সময় কঙ্গনার সঙ্গে ছিলেন মায়াঙ্ক মাধুর। তিনি পাল্টা ওই জওয়ানকে চড় মারতে উদ্যত হন। যদিও শেষ পর্যন্ত অন্য নিরাপত্তারক্ষীদের হস্তক্ষেপে মায়াঙ্কের হাত থেকে রেহাই পান কুলবিন্দর। তবে বিজেপি সাংসদকে চড় মারার অভিযোগে তাঁকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর।