PM Sangrahalaya: ‘সংগ্রহালয়ের নাম পরিবর্তন নিয়ে ভয়ঙ্কর মনোভাবের পরিচয় দিচ্ছে কংগ্রেস’, আক্রমণ প্রাক্তন প্রধানমন্ত্রীর পুত্রের

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jun 16, 2023 | 9:19 PM

Neeraj Shekhar: নেহরু মেমোরিয়াল মিউজিয়াম ও লাইব্রেরির নাম বদল প্রসঙ্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের টুইট তুলে ধরে পাল্টা টুইট করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্র শেখরের (Ex PM Chandra Shekhar) পুত্র তথা রাজ্যসভার সাংসদ নীরজ শেখর।

PM Sangrahalaya: সংগ্রহালয়ের নাম পরিবর্তন নিয়ে ভয়ঙ্কর মনোভাবের পরিচয় দিচ্ছে কংগ্রেস, আক্রমণ প্রাক্তন প্রধানমন্ত্রীর পুত্রের
চন্দ্র শেখর ও নীরজ শেখর।

Follow Us

নয়া দিল্লি: নেহরু মেমোরিয়াল মিউজিয়াম ও লাইব্রেরির (Nehru Memorial Museum & Library) নাম বদল হতে চলেছে। নতুন নামকরণ হবে ‘প্রধানমন্ত্রী সংগ্রহালয়’, ইংরেজিতে যেটি ‘প্রাইম মিনিস্টার মিউজিয়াম’। শুক্রবার নরেন্দ্র মোদী সরকারের তরফে এমনই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যার তীব্র বিরোধিতায় সরব হয়েছে কংগ্রেস। এবার কংগ্রেসের এই আচরণের নিন্দা জানালেন রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্র শেখরের (Ex PM Chandra Shekhar) পুত্র নীরজ শেখর (Neeraj Shekhar)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) দেশের সমস্ত প্রধানমন্ত্রীকে সম্মান জানাতে পদক্ষেপ করছেন বলে টুইট করেছেন নীরজ শেখর।

প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্র শেখর জনতা দলের সদস্য হলেও কংগ্রেসের সঙ্গেও কাজ করেছেন। কিন্তু, তিনি কংগ্রেসের তরফে প্রাপ্য সম্মান পাননি বলে এদিন ক্ষোভ প্রকাশ করেছেন নীরজ শেখর। নেহরু মেমোরিয়াল মিউজিয়াম ও লাইব্রেরির নাম বদল প্রসঙ্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের টুইট তুলে ধরে পাল্টা টুইট করেছেন বিজেপি সাংসদ। টুইটারে তিনি লিখেছেন, “আমার বাবা, প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্র শেখরজি সর্বদা দলের জন্য কাজ করে গিয়েছেন। তিনি কংগ্রেসের সঙ্গেও কাজ করেছেন। কিন্তু, তাঁরা (কংগ্রেস) একটি বংশ ছাড় কখনও কোনদিকে তাকাননি। বর্তমানে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলের বাইরেও প্রধানমন্ত্রীদের সম্মান জানাচ্ছেন, তখন কংগ্রেস তীব্র বিরোধিতা করছে। ভয়ঙ্কর মনোভাব।”

প্রসঙ্গত, নেহরু মেমোরিয়াল মিউজিয়াম ও লাইব্রেরির নাম বদলের খবর প্রকাশ্যে আসতেই তীব্র বিরোধিতা করে টুইট করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। টুইটারে তিনি লিখেছেন, “যাদের কোনও ইতিহাস নেই তারা অন্যের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছে!
Nehru Memorial Museum & Library-র নাম বদলের কুৎসিত চেষ্টায় আধুনিক ভারতের শিল্পকার ও গণতন্ত্রের নির্ভীক প্রহরী, পণ্ডিত জওহরলাল নেহরুজির অবদানকে ছোট করা যায় না।
এর মধ্য দিয়ে কেবল BJP-RSS-এর নীচু মানসিকতা ও একনায়কত্ব মনোভাবকেই স্পষ্ট করে।”

Next Article