Suvendu Adhikari: শুভেন্দুর গাড়িতে হামলার আঁচ এবার সংসদে, কী করবেন বিজেপি সাংসদরা?
Suvendu Adhikari: গতকাল কোচবিহারে এসপি অফিস অভিযান ছিল বিধানসভার বিরোধী দলনেতার। তাঁর কনভয় কোচবিহারের খাগড়াবাড়ি এলাকায় পৌঁছতেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। প্রথমে কালো পতাকা হাতে বিক্ষোভ, পরে ইট, বাঁশ নিয়ে শুভেন্দুর কনভয়ে হামলা হয় বলে অভিযোগ।

নয়াদিল্লি: শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার আঁচ এবার রাজধানী নয়াদিল্লিতে। সংসদে সরব হতে চলেছে বিজেপি। কোচবিহারে শুভেন্দুর গাড়িতে হামলার ঘটনায় বুধবার লোকসভা এবং রাজ্যসভায় উত্থাপন করবেন বিজেপির বাংলার সাংসদরা। এদিকে, বাংলাভাষা ও বাঙালিদের উপর আক্রমণের অভিযোগ তুলে এদিন সংসদের মকরদ্বারের সামনে বিক্ষোভ দেখাবেন তৃণমূল সাংসদরা।
গতকাল কোচবিহারে এসপি অফিস অভিযান ছিল বিধানসভার বিরোধী দলনেতার। তাঁর কনভয় কোচবিহারের খাগড়াবাড়ি এলাকায় পৌঁছতেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। প্রথমে কালো পতাকা হাতে বিক্ষোভ, পরে ইট নিয়ে শুভেন্দুর কনভয়ে হামলা হয় বলে অভিযোগ। সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। বাঁশ, লাঠি নিয়ে একাধিক গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ।
কীভাবে Z ক্যাটেগরির নিরাপত্তা থাকা সত্ত্বেও হামলা হল, তা নিয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু। পরে তিনি বলেন, “ আমি বুলেটপ্রুফ গাড়িতে উঠেছি। আমি যদি বুলেটপ্রুফ গাড়িতে না থাকতাম, তাহলে আপনারা আজ ফুল নিয়ে আমার মৃতদেহর সামনে দাঁড়াতেন।” তাঁর গাড়িতে হামলার ঘটনায় পুলিশে অভিযোগও দায়ের করেন শুভেন্দু।
ওই ঘটনার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখান। এবার তার আঁচ পড়ছে সংসদে। এদিন সংসদে বিষয়টি উত্থাপন করবেন বাংলার বিজেপি সাংসদরা। এখন দেখার, তৃণমূল সাংসদরা এর কী জবাব দেন। তৃণমূলও আবার এদিন সংসদের বাইরে বাংলাভাষা ও বাঙালিদের উপর আক্রমণের অভিযোগ তুলে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নিয়েছে। সবমিলিয়ে বাংলার যুযুধান দুই রাজনৈতিক দলের ‘লড়াই’-এ উত্তপ্ত হতে চলেছে সংসদের অন্দর ও বাহির।
এদিকে, কোচবিহার জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম রঞ্জিত দে, জহিরুল ইসলাম এবং সুখলাল রবিদাস।

