Winter Session of Parliament: আরজি করের রেশ সংসদে, তৃণমূলকে বিঁধতে কী কৌশল বিজেপির?

Jyotirmoy Karmokar | Edited By: সঞ্জয় পাইকার

Nov 25, 2024 | 10:48 AM

Winter Session of Parliament: গত ৯ অগস্ট আরজি করের সেমিনার হল থেকে এক জুনিয়র ডাক্তারের দেহ উদ্ধার হয়। 'তিলোত্তমা'-র নৃশংস পরিণতির প্রতিবাদে আন্দোলনে নামেন জুনিয়র ডাক্তাররা। 'রাত দখল' করেন মহিলারা। রাজ্যের বিভিন্ন প্রান্তে রাস্তায় নামেন সাধারণ মানুষ।

Winter Session of Parliament: আরজি করের রেশ সংসদে, তৃণমূলকে বিঁধতে কী কৌশল বিজেপির?
ফাইল ফোটো

Follow Us

নয়াদিল্লি: আরজি কর কাণ্ডের রেশ এবার সংসদে। তৃণমূলকে বিঁধতে কৌশলী পদক্ষেপ করতে চলেছেন বঙ্গ বিজেপি সাংসদরা। সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। প্রথম দিনই পশ্চিমবঙ্গে মহিলা চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সুনির্দিষ্ট নীতি প্রণয়নের দাবিতে মুলতবি প্রস্তাব আনলেন রাজ্যসভার বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। সূত্রের খবর, অন্যান্য বিলের আলোচনা, জিরো আওয়ার-সহ অন্যান্য ক্ষেত্রে আরজি কর ইস্যু উত্থাপন করার পরিকল্পনা করেছেন বঙ্গ বিজেপি সাংসদরা।

গত ৯ অগস্ট আরজি করের সেমিনার হল থেকে এক জুনিয়র ডাক্তারের দেহ উদ্ধার হয়। ‘তিলোত্তমা’-র নৃশংস পরিণতির প্রতিবাদে আন্দোলনে নামেন জুনিয়র ডাক্তাররা। ‘রাত দখল’ করেন মহিলারা। রাজ্যের বিভিন্ন প্রান্তে রাস্তায় নামেন সাধারণ মানুষ। অন্যদিকে, বিরোধীরা এই নিয়ে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে সরব হয়।

আদালতের নির্দেশে আরজি কর মামলার তদন্ত শুরু করেছে সিবিআই। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছিল পুলিশ। এরপর প্রমাণ লোপাটের অভিযোগে আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার সেইসময়ের ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই।

এই খবরটিও পড়ুন

আরজি কর কাণ্ডের প্রভাব রাজ্যের ৬ আসনে উপনির্বাচনে পড়ে কি না, সেদিকে নজর ছিল রাজনৈতিক মহলের। কিন্তু, সদ্য সমাপ্ত এই উপনির্বাচনে ৬টি আসনই জিতেছে শাসকদল। তারপরই তৃণমূলের তরফে দাবি করা হয়, আরজি কর নিয়ে তাদের বিরুদ্ধে রাজনৈতিক কুৎসার জবাব দিয়েছেন মানুষ। এই আবহে আরজি কর ইস্যু নিয়ে সংসদে সরব হতে চাইছেন বঙ্গ বিজেপির সাংসদরা। সংসদে তৃণমূল কীভাবে আরজি কর ইস্যুর মোকাবিলা করে, সেটাই এখন দেখার।

 

Next Article