J P Nadda: ৫ রাজ্যেই সরকার গড়ছে বিজেপি, নাড্ডার চ্যালেঞ্জ
5 States Election: সোমবার ৫ রাজ্যের ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বিজেপি ও কংগ্রেস- উভয়ই দলই নির্বাচন কমিশনের নির্ধারিত ভোটের সূচিকে স্বাগত জানিয়েছে। পাশাপাশি দেশের বৃহত্তম দুই দলই ৫ রাজ্যে জয়ের ব্যাপারে আশাবাদী। পরস্পর পরস্পরকে পাল্টা তোপও দেগেছে।
নয়া দিল্লি: ছত্তীসগঢ় (Chhatisgarh), মধ্য প্রদেশ (Madhya Pradesh), রাজস্থান (Rajasthan), তেলঙ্গানা (Telangana) ও মিজোরামে (Mizoram) প্রায় একসঙ্গেই ভোট হবে এবং ফল প্রকাশও একই দিনে। সোমবার ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বিজেপি ও কংগ্রেস- উভয়ই দলই নির্বাচন কমিশনের নির্ধারিত ভোটের সূচিকে স্বাগত জানিয়েছে। পাশাপাশি দেশের বৃহত্তম দুই দলই ৫ রাজ্যে জয়ের ব্যাপারে আশাবাদী। পরস্পর পরস্পরকে পাল্টা তোপও দেগেছে। বলা যায়, নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের সঙ্গে-সঙ্গেই সরাসরি ‘সমরে’ নামল কংগ্রেস ও বিজেপি।
এদিন ৫ রাজ্যের নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের পরই বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি নাড্ডার দাবি, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ৫ রাজ্যেই বিজেপি সরকার গঠন করবে এবং আগামী ৫ বছর জনগণের আকাঙ্খা পূরণ করতে কাজ করবে।”
चुनाव आयोग द्वारा विधानसभा चुनावों की घोषणा का स्वागत करता हूं।
आदरणीय प्रधानमंत्री श्री @narendramodi जी के नेतृत्व में भाजपा भारी बहुमत से सभी राज्यों में सरकार बनाएगी और आगामी 5 वर्षों के लिए जन आकांक्षाओं को पूरा करने के लिए कटिबद्ध भाव से काम करेगी।
— Jagat Prakash Nadda (@JPNadda) October 9, 2023
অন্যদিকে, ৫ রাজ্যে জয়ের ব্যাপারে আশাবাদী কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেও। ভোটের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গেই বিজেপির বিদায়ঘণ্টা বেজে গিয়েছে বলে বিজেপিকে পাল্টা তোপ দেগেছেন তিনি। হিন্দিতে টুইট করে তিনি বলেন, “৫ রাজ্যের ভোটের দিন ঘোষণার সঙ্গে-সঙ্গেই বিজেপি ও তার শরিকদের বিদায়ীঘণ্টা ঘোষিত হয়েছে। ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলঙ্গানা ও মিজোরামে কংগ্রেস সম্পূর্ণ শক্তি নিয়ে জনগণের কাছে যাবে। জনকল্যাণ, সামাজিক ন্যায় এবং উন্নয়নের গ্যারান্টি দিচ্ছে কংগ্রেস পার্টি।”
কেবল খাড়্গে নন, রাজস্থান প্রদেশ কংগ্রেসের প্রধান গোবিন্দ সিং, মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের প্রবীণ নেতা কমল নাথ, ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলও জয়ের ব্যাপারে আশাবাদী। ছত্তীসগঢ়ে পুনরায় কংগ্রেস সরকার গড়বে এবং নতুন ছত্তীসগঢ় গড়বে বলে টুইট করেছেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। একইভাবে রাজস্থানে সরকার গড়ার ব্যাপারে আশাবাদী প্রদেশ সভাপতি গোবিন্দ সিং। আবার আরও একধাপ এগিয়ে দলীয় কর্মীদের ভোটপ্রস্তুতি শুরু করার বার্তা দিয়েছেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী। কংগ্রেসের জয়কে জনগণের জয় উল্লেখ করে আগামী ৩ ডিসেম্বর মধ্য প্রদেশে জনগণের সরকারের জয়েই সিলমোহর পড়বে বলে টুইট করেছেন মুখ্যমন্ত্রী কমল নাথ।
প্রসঙ্গত, ছত্তীসগঢ়, মধ্য প্রদেশ, মিজোরাম, রাজস্থান ও তেলঙ্গানায় নভেম্বরের মধ্যেই ভোট প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে। ছত্তীসগঢ় বাদে সব রাজ্যেই এক দফায় ভোট গ্রহণ হবে। আগামী ৭ নভেম্বর ছত্তীসগঢ়ে প্রথম দফায় এবং ১৭ নভেম্বর দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে। মিজোরামে ৭ নভেম্বর এক দফায় ভোট সম্পন্ন হবে। অন্যদিকে, ১৭ নভেম্বর মধ্য প্রদেশ, ২৩ নভেম্বর রাজস্থান এবং ৩০ নভেম্বর তেলঙ্গানায় ভোটগ্রহণ হবে। ৫ রাজ্যের ভোটের ফল প্রকাশিত হবে আগামী ৩ ডিসেম্বর।