BJP Protest: সন্দেশখালির আঁচ রাজধানীতে, বঙ্গ ভবনের সামনে বিজেপির বিক্ষোভ ঘিরে তুলকালাম

Jyotirmoy Karmokar | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Mar 01, 2024 | 1:46 PM

Sandeshkhali: শুক্রবার সন্দেশখালির ঘটনা ও মহিলাদের উপরে অত্যাচার-নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভে নামে বিজেপি। দিল্লি বিজেপির তরফে বঙ্গভবন অভিযানের ঘোষণা করা হয়। বর্তমানে চাণক্যপুরীর তিনমূর্তি ভবনের বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মীরা।

BJP Protest: সন্দেশখালির আঁচ রাজধানীতে, বঙ্গ ভবনের সামনে বিজেপির বিক্ষোভ ঘিরে তুলকালাম
ব্যারিকেডের উপরে উঠে বিক্ষোভ বিজেপি কর্মীদের।
Image Credit source: TV9 বাংলা

Follow Us

নয়া দিল্লি: সন্দেশখালির ঘটনার আঁচ এবার রাজধানীতেও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ইস্তফার দাবিতে দিল্লির বঙ্গভবন অভিযান বিজেপি কর্মীদের (BJP)। পুলিশি ব্যারিকেড টপকে এগোনোর চেষ্টা করে বিজেপির মিছিল। বাধা দেয় পুলিশ, শুরু হয় ধস্তাধস্তি। এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়িয়েছে।

শুক্রবার সন্দেশখালির ঘটনা ও মহিলাদের উপরে অত্যাচার-নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভে নামে বিজেপি। দিল্লি বিজেপির তরফে বঙ্গভবন অভিযানের ঘোষণা করা হয়। বর্তমানে চাণক্যপুরীর তিনমূর্তি ভবনের বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মীরা। যেহেতু একাধিক রাজ্য সরকারের ভবন, দূতাবাস ও প্রশাসনিক দফতর রয়েছে, তাই এটি হাই সিকিউরিটি জোন। এখানে বিক্ষোভ কর্মসূচির অনুমতি দেওয়া হয় না স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। তবুও বিজেপি সেই নিষেধাজ্ঞা অমান্য করেই বিক্ষোভ দেখাচ্ছে।

বিজেপি কর্মীদের আটকাতে কয়েক ধাপে ব্যারিকেড দিয়েছে পুলিশ। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনীও। ব্যারিকেডের উপরে উঠে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী। প্রথম ব্যারিকেড  টপকে দ্বিতীয় ব্যারিকেডও পার করার চেষ্টা বিজেপি কর্মীদের। বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের। টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয় বিজেপি কর্মীদের। গোটা ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে।

ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মীদের।

প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরেই সন্দেশখালির ইস্যু নিয়ে বঙ্গ বিজেপির পাশাপাশি সরব কেন্দ্রীয় বিজেপিও। সন্দেশখালির ঘটনার নিন্দা করে একাধিক সাংবাদিক বৈঠক করা হয়েছে বিজেপির তরফে। বিজেপির জাতীয় স্তরের বৈঠকেও সন্দেশখালি নিয়ে প্রস্তাবনা পেশ ও আলোচনা করা হয়েছে।  আজ সন্দেশখালির মহিলাদের উপরে নির্যাতনের ঘটনা নিয়েই বিক্ষোভ। মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফার দাবি করেছে বিজেপি কর্মী-সমর্থকরা।

Next Article