Raghav Chadha: ‘ঝুট বোলে, কাউয়া কাটে’, রাঘবকে খোঁচা বিজেপির, জবাবে রামায়ণের পাঠ দিলেন আপ সাংসদ
BJP Vs AAP: বুধবারই বিজেপির দিল্লি শাখা টুইটারে রাঘব চাড্ডার কাকের ঠোক্কর খাওয়ার ছবিটি প্রথম পোস্ট করে। সেখানে দেখা যায়, ফোনে কারোর সঙ্গে কথা বলতে ব্যস্ত আপ সাংসদ। ঠিক তাঁর মাথার পিছন দিয়ে উড়ে আসছে একটি কাক।
নয়া দিল্লি: সংসদ চত্বরে ফোনে কথা বলতে ব্যস্ত আম আদমি পার্টি(Aam Aadmi Party)-র সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha)। সেই সময়ই হঠাৎ মাথায় ঠোক্কর দিল কাক! সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল এই ছবি। চলতি বাদল অধিবেশনেই ঘটেছে এই ঘটনা। মণিপুর হিংসা নিয়ে যেখানে শাসক-বিরোধীর তরজায় উত্তাল সংসদ, সেখানে হাসির খোরাক হয়েছে রাঘব চাড্ডার এই কাকের ঠোক্কর খাওয়া। তবে এই নিয়েও কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি(BJP)। বুধবারই বিজেপির তরফে রাঘব চাড্ডার ছবি টুইট করে লেখা হয়, “ঝুট বোলে, কাউয়া কাটে”। তবে চুপ করে থাকার পাত্র নন রাঘব চাড্ডাও। পাল্টা জবাব দিলেন তিনি। টানলেন রামায়ণের উদাহরণ।
বুধবারই বিজেপির দিল্লি শাখা টুইটারে রাঘব চাড্ডার কাকের ঠোক্কর খাওয়ার ছবিটি প্রথম পোস্ট করে। সেখানে দেখা যায়, ফোনে কারোর সঙ্গে কথা বলতে ব্যস্ত আপ সাংসদ। ঠিক তাঁর মাথার পিছন দিয়ে উড়ে আসছে একটি কাক। হঠাৎই সেই কাক রাঘবের মাথায় ঠোক্কর দেয়। সঙ্গে সঙ্গে মাথা নীচু করে নেন আপ নেতা। সেই ছবিরই ক্যাপশনে বিজেপির তরফে লেখা হয়, “মিথ্যা কথা বললে কাকে ঠোক্কর দেয়।”
झूठ बोले कौवा काटे ?
आज तक सिर्फ सुना था, आज देख भी लिया कौवे ने झूठे को काटा ! pic.twitter.com/W5pPc3Ouab
— BJP Delhi (@BJP4Delhi) July 26, 2023
ওই টুইট ভাইরাল হতেই পাল্টা জবাব দেন রাঘব চাড্ডাও। রামায়ণের প্রসঙ্গ টেনে তিনি ওই টুইটের রিপ্লাইয়ে লেখেন, “রামচন্দ্র সীতাকে বলে গিয়েছিলেন যে যখন কলিযুগ আসবে, তখন হাঁস শস্য খাবে আর কাক মুক্তো খাবে।”
‘रामचन्द्र कह गए सिया से ऐसा कलयुग आएगा, हंस चुगेगा दाना दुनका और कौवा मोती खाएगा’
आज तक सिर्फ़ सुना था, आज देख भी लिया https://t.co/skKUCm4Kbs
— Raghav Chadha (@raghav_chadha) July 26, 2023