Ambedkar Row: ‘চুপ’ সংসদ চলছে! চোট খাড়্গের, রাহুলে বিরুদ্ধে থানায় ছুটল বিজেপি

Jyotirmoy Karmokar | Edited By: Avra Chattopadhyay

Dec 19, 2024 | 4:06 PM

Ambedkar Row: আম্বেদকর ইস্যুতে সকাল উত্তাল সংসদ। কংগ্রেসের সংসদীয় কমিটির বৈঠকের শেষে প্রতিবাদ মিছিলে বের হয় সাংসদরা। তারপরই ঘটে বিপত্তি। সংঘাত, ধাক্কাধাক্কি, অচলাবস্থা। মাথা ফাটল বিজেপি সাংসদ প্রতাপ ষড়ঙ্গীর।

Ambedkar Row: চুপ সংসদ চলছে! চোট খাড়্গের, রাহুলে বিরুদ্ধে থানায় ছুটল বিজেপি
রাহুল গান্ধী (দাঁড়িয়ে), বিজেপি সাংসদ প্রতাপ ষড়ঙ্গী (বসে)
Image Credit source: PTI

Follow Us

নয়াদিল্লি: ‘চোটের রাজনীতি’! শুনতেই তাজ্জব লাগলেও সংসদ চত্বরে এখন এটাই বাস্তব। ‘এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ!’, কংগ্রেস বলছে তার লেগেছে বেশি, অন্যদিকে আবার বিজেপি বলছে তার মাথা ফেটেছে অনেকটা।

কী থেকে বিতর্ক?

এই খবরটিও পড়ুন

এদিন সংসদে বৈঠক ছিল কংগ্রেসের সংসদীয় কমিটির। বৈঠক শেষে ছিল মিছিল-বিক্ষোভ। সূচি অনুযায়ী, রাহুলের নেতৃত্বে সংসদের মকরদ্বারে পৌঁছে যায় সকল সাংসদরা। আর তারপরেই শুরু উত্তেজনা। প্রধানদ্বারের বাইরে কংগ্রেস সাংসদদের বাধা দেয় বিজেপি সাংসদরা। চলে ধাক্কাধাক্কি। এর মাঝেই মাথা ফাটে এক বিজেপি সাংসদ প্রতাপ ষড়ঙ্গীর। রাহুল গান্ধীর নামে অভিযোগ চাপায় সে। অন্যদিকে কংগ্রেসও থেমে থাকেনি বললেই চলে। বিজেপির বিরুদ্ধে প্রিয়াঙ্কা গান্ধী ও মল্লিকার্জুনকে খাড়্গেকে ধাক্কা মারার অভিযোগ তোলে কংগ্রেস সাংসদরা।

লোকসভা স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি। লেখেন, ‘আমাকে ধাক্কা দিয়ে মাটিতে বসিয়ে দেওয়া হয়েছে। যার জেরে হাঁটুতে চোট লেগেছে অনেকটা।’

অন্যদিকে, রাহুল গান্ধীর বিরুদ্ধে সারি সারি অভিযোগ করে আসরে নেমেছে পদ্ম শিবির। কিরেন রিজিজু রাহুলের বিরুদ্ধে তোপ দেগে বলেন, ‘উনি কি সাংসদদের পেটাতে ক্যারাটতে ব্ল্যাক বেল্ট নিয়েছেন?’ শুধু তাই নয়, কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব একটি ভিডিয়ো X হ্যান্ডেলে পোস্ট করে রাহুল গান্ধীকে অহংকারী বলে কটাক্ষ করেন। তিনি আরও লেখেন, ‘আহত বিজেপি সাংসদের কাছে ক্ষমা চাওয়ার পরিবর্তে উনি তাঁর উপর উল্টে অভিযোগ চাপিয়ে চলে গেলেন’। শুধু তা-ই নয়, রাহুলের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ তুলে সরাসরি থানায় যাওয়া হুঁশিয়ারি দেন দুই বিজেপি সাংসদ।

মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যসভায় সংবিধানের পঁচাত্তর বছর নিয়ে বিতর্কের শেষে জবাবি বক্তৃতায় অমিত শাহ বলেন, ‘এখন একটা ফ্যাশন হয়েছে, আম্বেদকর, আম্বেদকর। এত বার ভগবানের নাম নিলে সাত জন্ম পর্যন্ত স্বর্গ লাভ হত।’ স্বরাষ্ট্রমন্ত্রীর এহেন মন্তব্য়ের পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ইস্তফা থেকে ক্ষমা শাহকে নানা ভাবেই তীর ছুড়েছে বিরোধী শিবির।

Next Article