অম্বানীকাণ্ডে কাটছে ধোঁয়াশা, গাড়ি চুরির দিনই মনসুখের সঙ্গে দেখা করেছিলেন ধৃত সচিন ভাজ়ে

ঈপ্সা চ্যাটার্জী |

Mar 19, 2021 | 5:37 PM

পুলিশি জেরায় গাড়ির মালিক মনসুখ হিরন (Mansukh Hiran) যেদিন গাড়ি চুরি যাওয়ার অভিযোগ জানিয়েছিলেন, সেইদিনের সিসিটিভি ফুটেজ (CCTV Footage) খতিয়ে দেখেই জানা গিয়েছে সেইদিনই সচিন ভাজ়ে (Sachin Vaze) ও মনসুখ হিরন দেখা করেছিলেন।

অম্বানীকাণ্ডে কাটছে ধোঁয়াশা, গাড়ি চুরির দিনই মনসুখের সঙ্গে দেখা করেছিলেন ধৃত সচিন ভাজ়ে
উদ্ধার হওয়া গাড়িটিতে তল্লাশি চালাচ্ছে এনআইএ। ছবি:PTI

Follow Us

মুম্বই: মুকেশ অম্বানী(Mukesh Ambani)-র বাড়ির সামনে বিস্ফোরক রাখা ও গাড়ি মালিক মনসুখ হিরেনের রহস্যমৃত্যুতে ধৃত পুলিশ অফিসার সচিন ভাজ়ে(Sachin Vaze)-র ভূমিকা আরও স্পষ্ট হয়ে উঠছে। সূত্র মাধ্যমে জানা গিয়েছে, ১৭ ফেব্রুয়ারি, যেইদিন থানের ব্যবসায়ীর স্করপিও গাড়িটি চুরি গিয়েছিল, সেইদিনই মনসুখ হিরনের সঙ্গে দেখা করেছিলেন মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চের অফিসার সচিন ভাজ়ে। এই সাক্ষাতের এক সপ্তাহ বাদেই বিখ্যাত শিল্পপতি মুকেশ অম্বানীর বাড়ির সামনে থেকে বিস্ফোরক বোঝাই গাড়ি উদ্ধার হয়। ইতিমধ্যেই এনআইএ(NIA) ও মহারাষ্ট্রের অপরাধ দমন শাখা(Anti-Terrorism Squad)-র হাতে একটি সিসিটিভি ফুটেজ (CCTV Footage) উঠে এসেছে।

২৫ ফেব্রুয়ারি মুকেশ অম্বানীর বাড়ির সামনে থেকে বিস্ফোরক বোঝাই গাড়ি উদ্ধারের পরই আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। সেই সূত্র ধরেই গাড়ির মালিক মনসুখ হিরনের কাছে পৌঁছয় মুম্বই পুলিশ। জিজ্ঞাসাবাদের কিছুদিনের মধ্যেই থানের একটি ডোবা থেকে মনসুখের মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে মনে করা হলেও মৃতের পরিবারের তরফে দাবি করা হয় যে তাঁর রহস্যমৃত্যুর পিছনে পুলিশ অফিসার সচিন ভাজ়ের ভূমিকা রয়েছে।

সম্প্রতি এনআইএ(NIA) একটি কালো মার্সিডিজ় গাড়ি আটক করে। মু্ম্বইয়ের ফোর্ট এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা যায়, ১৭ ফেব্রুয়ারি সচিন ভাজ়ে ও মনসুখ হিরেন ওই কালো মার্সিডিজ়ের ভিতরেই দেখা করেছিলেন। প্রায় ১০ মিনিট ধরে কথা বলছিলেন তাঁরা।

এদিকে পুলিশের জিজ্ঞাসাবাদের সময় মনসুখ জানিয়েছিলেন, ১৭ ফেব্রুয়ারি মধ্য মুম্বইয়ের ভিকরোলি এলাকায় গাড়িটি আচমকাই খারাপ হয়ে যাওয়ায় তিনি রাস্তাতেই গাড়িটি রেখে ট্যাক্সি করে বাড়ি চলে এসেছিলেন। পরেরদিন সেখানে গিয়ে দেখেন যে গাড়িটি চুরি গিয়েছে।

এদিন থানে আদালতে সচিন ভাজ়ের জামিনের আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। গ্রেফতারির আগেও তিনি অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন জানিয়েছিলেন। সেই আবেদন খারিজ করে দেয় আদালত।

আরও পড়ুন: ‘দেশের ঐতিহ্য রক্ষার কথা বলেছিলেন’, ছেঁড়া জিন্স বিতর্কে সাফাই মুখ্যমন্ত্রীর স্ত্রীর

Next Article