‘দেশের ঐতিহ্য রক্ষার কথা বলেছিলেন’, ছেঁড়া জিন্স বিতর্কে সাফাই মুখ্যমন্ত্রীর স্ত্রীর

মহিলাদের ছেঁড়া জিন্স (Ripped Jeans) পরার সমালোচনা করে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত (Tirath Singh Rawat) বলেছিলেন, এইধরনের পোশাকে সমাজে শিশুদের উপর খারাপ প্রভাব পড়ছে। এরপরই বিতর্কের ঝড় ওঠে। আজ মুখ্যমন্ত্রীর স্ত্রী সাফাই দিয়ে বলেন, "ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে ওনার মন্তব্যের।"

'দেশের ঐতিহ্য রক্ষার কথা বলেছিলেন', ছেঁড়া জিন্স বিতর্কে সাফাই মুখ্যমন্ত্রীর স্ত্রীর
ফাইল চিত্র। ছবি:PTI
Follow Us:
| Updated on: Mar 19, 2021 | 4:40 PM

দেহরাদুন: স্বামীর মন্তব্যে দেশজুড়ে শোরগোল শুরু হতেই পিঠ বাঁচাতে এবার ময়দানে নামলেন স্ত্রীও। চলতি সপ্তাহেই উত্তরাখণ্ডের নয়া মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত (Tirath Singh Rawat) বলেছিলেন, “ছেঁড়া জিন্স পরে মহিলারা সমাজে কী ভাবমূর্তি তৈরি করছেন?”। মন্ত্রীর এই মন্তব্যে দেশজুড়েই সমালোচনার ঝড় ওঠে। মুখ্যমন্ত্রীর সমালোচনায় সরব হন কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা-মন্ত্রীরা। বিতর্কের মুখে এবার তাঁর স্ত্রী রশমি ত্যাগী (Rashmi Tyagi) বললেন, “সম্পূর্ণ কথাটি তুলে ধরা হয়নি। ওনার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে।”

শুক্রবার একটি ভিডিয়ো পোস্ট করে রশমি ত্যাগী বলেন, “উনি (তিরথ সিং রাওয়াত) মহিলাদের অত্যন্ত সম্মান করেন। কোনওভাবেই তিনি মহিলাদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য বা অপমান করতে পারেন না। তিনি কেবল বলতে চেয়েছিলেন যে মহিলাদের উচিত দেশের সংস্কৃতি-ঐতিহ্যকে রক্ষা করা। উনি বলেছিলেন যে সমাজ গঠনে মহিলাদের অবদান অনস্বীকার্য। আমাদের দেশের সংস্কৃতি, পরিচয় ও পরিধান সংরক্ষণের দায়িত্বও মহিলাদেরই।” রশমির অভিযোগ, তাঁর মন্তব্যের সামান্য অংশ তুলে ধরা হয়েছিল। সেই কারণেই বিতর্ক সৃষ্টি হয়েছে। এগুলি সব চক্রান্ত।

আরও পড়ুন: করোনার ধাক্কায় বিশ্ববাজারে কমছে পেট্রল-ডিজেলের দাম, দেশে ২০ দিন ধরে অপরিবর্তিতই দাম

মঙ্গলবার একটি অনুষ্ঠানে সদ্য দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী বলেছিলেন, “যদি এই ধরনের মহিলা সমাজে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে দেখা করে তাঁদের সমস্যা সমাধানের চেষ্টা করেন, তবে তাঁরা সমাজে কী বার্তা দেবেন? শিশুরাই বা কী শিখবে? এই শিক্ষাগুলি বাড়ি থেকেই শুরু হয়। কারণ আমরা যা করি, তাই শিশুরা অনুসরণ করে।”

পশ্চিমী সংস্কৃতির সঙ্গে তিনি তুলনা টেনে বলেছিলেন, “পশ্চিমী দেশগুলি ভারতীয় যোগাসন অনুসরণ করছে, নিজেদের শরীর ঢাকছে, সেখানেই আমরা নগ্নতার দিকে ছুটছি। হাঁটু দেখিয়ে, ছেঁড়া জিন্স পরে বড়লোকদের অনুসরণ করার চেষ্টা চলছে। এভাবে কোন পথে এগোচ্ছি আমরা?”

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের সমালোচনা করে কংগ্রেস নেতা সঞ্জয় ঝা (Sanjay Jha) টুইটে লিখেছিলেন, “রিপড জিন্স পরলে আমাদের সংস্কৃতি নষ্ট হয়। নেশাগ্রস্ত হওয়ার পথে এগিয়ে যায়। মহিলাদের এইধরনের পোশাক পরা উচিত নয়, এমনটাই মনে করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। প্রিয় বিজেপি, এটিই আপনাদের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত। আপনারা কি এটাই প্রচার করেন?”

দিল্লি মহিলা কংগ্রেস মোর্চার তরফেও ছেঁড়া জিন্স পরে প্রতিবাদ প্রদর্শন করা হয়। টুইটারেও হ্যাশট্যাগ রিপড জিন্সের ট্রেন্ড শুরু হয়।

আরও পড়ুন: Corona Cases and Lockdown News LIVE: ফিরছে কন্ট্যাক্ট ট্রেসিং, পঞ্জাবে ৩১ মার্চ অবধি বন্ধ স্কুল-কলেজ