লখনউ: বোমাতঙ্ক এবার খোদ যোগী আদিত্যনাথের বাড়িতে । উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়িতে বোমা রয়েছে বলে শুক্রবার বিকালে ফোন যায় একেবারে দিল্লির পুলিশ কন্ট্রোলরুমে। এরপরই আতঙ্ক ছড়ায় দিল্লি থেকে উত্তরপ্রদেশে। নড়েচড়ে বসে পুলিশ-প্রশাসন। যদিও শেষ পাওয়া খবর পর্যন্ত, যোগী আদিত্যনাথের বাড়ি থেকে বোমা বা বিস্ফোরক কিছু পাওয়া যায়নি। তবে ঝুঁকি এড়াতে তাঁর বাড়িতে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার (DCP) জানান, এদিন বিকালে দিল্লি পুলিশ কন্ট্রোলরুমে একটি ফোন আসে এবং ফোনের অপরপ্রান্তের ব্যক্তি জানায়, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়ির বাইরে বোমা রয়েছে। এরপর আর কিছু না বলেই সে ফোন রেখে দেয়।
ফোনে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়িতে বোমা থাকার খবর আসার সঙ্গে সঙ্গেই দিল্লি পুলিশ গোটা বিষয়টি লখনউ পুলিশকে জানায়। খবর পেয়েই মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছয় লখনউ পুলিশ ও বোম্ব ডিসপোজাল বাহিনী। তারা গোটা বাড়িতে তল্লাশি চালায়। যদিও তন্নতন্ন করে খুঁজেও বোমা বা বিস্ফোরক কিছুর হদিশ মেলেনি।
আতঙ্ক ছড়ানোর জন্যই কেউ দিল্লি পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বাড়িতে বোমা থাকার খবর দিয়েছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়িতে বোমা থাকার খবরটি সম্পূর্ণ ভুয়ো বলে দাবি জানিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। তবে কে এভাবে ফোন করে আতঙ্ক ছড়াল সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। যে নম্বর থেকে ফোন এসেছিল, সেই নম্বরটি ধরে ওই ব্যক্তির খোঁজ চালানো হচ্ছে বলে দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার জানিয়েছেন। তবে মুখ্যমন্ত্রী বা তাঁর বাড়ির নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ উত্তরপ্রদেশ পুলিশ। তাই যোগী আদিত্যনাথের বাড়িতে বোমা থাকার খবরটি ভুয়ো হলেও তাঁর বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে উত্তরপ্রদেশ পুলিশের তরফে জানানো হয়েছে।
প্রসঙ্গত, দিন চারেক আগেই গুগলের মুম্বই অফিসে একইভাবে বোমাতঙ্ক ছড়ানো হয়। কিন্তু, শেষ পর্যন্ত কিছুই মেলেনি। তবে বোমাতঙ্ক ছড়ানোর ঘটনায় অভিযুক্ত ব্যক্তির হদিশ পেয়েছে পুলিশ। কয়েকদিন আগে মুম্বইয়ের যুগ্ম পুলিশ কমিশনারকেও ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল ওই ব্যক্তির বিরুদ্ধে।