নয়া দিল্লি: দেশে হদিশ মিলল দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের করোনা স্ট্রেনেরও। ৪ জনের শরীরে ধরা পড়েছে দক্ষিণ আফ্রিকার করোনা স্ট্রেন। ব্রাজিলের স্ট্রেনে আক্রান্ত হয়েছেন ১ জন। মোট ৫ জনকেই কোয়ারেন্টিনে রাখা হয়েছে। একথাই জানিয়েছে কেন্দ্র। আমেরিকা-সহ বিশ্বের ৪১টি দেশে আগেই হানা দিয়েছে দক্ষিণ আফ্রিকার স্ট্রেন। ব্রিটেনের স্ট্রেন ছড়িয়েছে ৮২টি দেশে।
দেশে ব্রিটেন স্ট্রেনে আক্রান্তর হদিশ মিলেছিল আগেই। কেন্দ্র জানিয়েছিল ব্রিটেন স্ট্রেনকে রুখতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রক। এ বার হদিশ মিলল দুই অধিক সংক্রামক স্ট্রেনেরও। করোনার নতুন স্ট্রেনের সংক্রমণ শুরু হতে সারা বিশ্বে উদ্বেগ দেখা দিয়েছিল। বারবার এই প্রশ্নই উঠছিল যে আদৌ কি নতুন স্ট্রেনগুলিকে রুখতে পারবে বর্তমান ভ্যাকসিনগুলি!
আরও পড়ুন: ভোট কর্মীদের টিকা নেওয়া বাধ্যতামূলক, কেন্দ্রের নির্দেশিকা সত্ত্বেও থাকছে শঙ্কা
তবে টিকা নির্মাতা সংস্থারা বারবার জানিয়েছিল, করোনার নতুন স্ট্রেন রুখতে পারবে তাদের করোনা প্রতিষেধক। যদিও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ডের ক্ষেত্রে দেখা গিয়েছিল দক্ষিণ আফ্রিকার স্ট্রেনে কার্যকরী হচ্ছে না। তারপর কোভিশিল্ডের তরফে জানানো হয়েছিল, দ্রুত টিকার ক্ষমতা বাড়িয়ে করোনা স্ট্রেন রোখার কাজ চলছে। প্রসঙ্গত, দেশে এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৯ লক্ষ ২৫ হাজার ৭১০ জন। যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৬ লক্ষ ৩৩ হাজার ২৫ জন। করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১ লক্ষ ৫৫ হাজার ৮১৩ জন।