ভোট কর্মীদের টিকা নেওয়া বাধ্যতামূলক, কেন্দ্রের নির্দেশিকা সত্ত্বেও থাকছে শঙ্কা

ঋদ্ধীশ দত্ত |

Feb 16, 2021 | 4:43 PM

করোনা পরিস্থিতির কারণে এ বার ভোট কর্মীদের সংখ্যা বেশি। গত বার একটি বুথে থাকতেন চার জন ভোট কর্মী। এ বার স্বাস্থ্য বিষয়ে দেখার জন্য থাকছেন একজন অতিরিক্ত কর্মী।

ভোট কর্মীদের টিকা নেওয়া বাধ্যতামূলক, কেন্দ্রের নির্দেশিকা সত্ত্বেও থাকছে শঙ্কা
ফাইল ছবি

Follow Us

কলকাতা: সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হলেও করোনা এখনও বিদায় নেয়নি। তার মধ্যেই বিহার বিধানসভা নির্বাচন (Assembly Election) অনুষ্ঠিত হয়েছে। পশ্চিমবঙ্গ-সহ মোট পাঁচ রাজ্যে বিধানসভা  ভোট হবে এই বছরই। এই বিরাট ভোট যজ্ঞের মধ্যে সংক্রমণ যাতে কোনও ভাবে ফের না ছড়ায় তা নিশ্চিত করতে এ বার সকল ভোট কর্মীদেরও (Election Workers) করোনা টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন যোদ্ধাদের পর এ বার ভোট কর্মীদেরও করোনা টিকা (Covid Vaccination) দেবে সরকার। এই নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য় মন্ত্রকের নির্দেশ, নির্বাচন শুরুর আগেই টিকাকরণের কাজ শেষ করতে হবে। করোনার সংক্রমণ থেকে যাতে সার্বিক সুরক্ষা পাওয়া যায় তা নিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ কমিশনের। যেহেতু অতিমারির মধ্যেই নির্বাচন করাতে হচ্ছে, সে কারণে একাধিক বিষয়ে আগে থেকেই সতর্ক রয়েছে নির্বাচন কমিশন। এ বার সেই পদক্ষেপে শামিল হল টিকাকরণ। তবে শুধু মাত্র পশ্চিমবঙ্গে নয়। ভোটমুখী আরও চার রাজ্য তামিলনাড়ু, কেরল, অসম ও পুদুচেরিতেও একই নির্দেশ দিয়েছে কেন্দ্র।

পাঁচ রাজ্যের স্বাস্থ্য সচিবকে চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ এই টিকাকরণের ব্যবস্থা করতে বলেছেন। ভোটকর্মীদের ডেটা বেস বা নামের তালিকা কো-উইন পোর্টালে আপলোড করতে নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসন সেই কাজ শুরু করেছে ইতিমধ্যেই।

আরও পড়ুন: চাকরি প্রার্থীদের জন্য বড় খবর! রেকর্ড কম সময়ে প্রকাশিত প্রাথমিকে নিয়োগের মেধা তালিকা

করোনা পরিস্থিতির কারণে এ বার ভোট কর্মীদের সংখ্যা বেশি। গত বার একটি বুথে থাকতেন চার জন ভোট কর্মী। এ বার স্বাস্থ্য বিষয়ে দেখার জন্য থাকছেন একজন অতিরিক্ত কর্মী। তিনি প্রত্যেক ভোটারদের ডান হাতে গ্লাভস সরবরাহ করবেন। দেশজুড়ে টিকাকরণের প্রক্রিয়া স্বাভাবিকভাবে শুরু হলেও অনেকেই আরেকটি ভিন্ন আশঙ্কা প্রকাশ করছেন। তা হল- নির্দেশ উপেক্ষা করেই ভোট কর্মীদের অনেকেই এই টিকা নিতে চাইবেন না। সে ক্ষেত্রে ভোটে কাজ করতে চান না বলে আগাম অনুমতি চাইবেন। ফলে সমস্যা বাড়বে কমিশনের৷

আরও পড়ুন: ভিডিয়ো: বঙ্গভবনের সামনে বিক্ষোভে বাম ছাত্র যুবরা, রাজধানীতেও মইদুল মৃত্যুর আঁচ

Next Article