Covid-19: করোনামুক্ত হয়েও নানা সমস্যা আক্রান্তদের, ব্যবস্থা নিতে রাজ্যগুলিকে পরামর্শ কেন্দ্রের
কোভিড আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার এক বছর পরেও নানান শারীরিক সমস্যা রয়ে যাচ্ছে। প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যেও।

নয়া দিল্লি: ফুসফুস থেকে শুরু করে মানসিক স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করছে করোনাভাইরাস। কোভিড-১৯ আক্রান্ত হওয়ার এক বছর পরেও শ্বাসকষ্ট, ক্লান্তিভাব রয়ে যাচ্ছে। এমনকি মানসিক স্বাস্থ্যের উপরেও প্রভাব ফেলেছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR)-এর সাম্প্রতিক গবেষণায় এমনই তথ্য প্রকাশ্যে এসেছে। মঙ্গলবার রাজ্য সভায় এ ব্যাপারে রিপোর্ট পেশ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী পারভিন পাওয়ার।
ICMR-এর রিপোর্ট অনুযায়ী, করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠার একবছর পরেও অনেকের মধ্যে শ্বাসকষ্ট, ক্লান্তি এবং মানসিক ক্ষেত্রে নানান সমস্যা দেখা দিয়েছে। এদিন রাজ্যসভায় এক প্রশ্নের জবাব দিতে গিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী পারভিন পাওয়ার জানান, কোভিড আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠার পরেও অনেকের মধ্যেই অনেক রকম শারীরিক ও মানসিক সমস্যার উদ্ভব হয়েছে। ICMR-এর সাম্প্রতিক গবেষণায় সেটা উঠে এসেছে।
ICMR-এর রিপোর্ট উল্লেখ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, কোভিড আক্রান্ত হয়েছিলেন এমন কিছুজনের উপর এক সমীক্ষা চালিয়েছে ICMR। সেই সমীক্ষা রিপোর্টে দেখা যাচ্ছে, কোভিড-১৯ আক্রান্ত হওয়ার ৩০-৬০ দিন পরেও প্রায় ১৮.৬ শতাংশ শ্বাসকষ্টে ভুগছেন, ১০.৫ শতাংশ সবসময় একটা ক্লান্তিভাব অনুভূত করছেন এবং ৯.৩ শতাংশের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব পড়েছে। আবার কোভিড আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার এক বছর পরেও এই সমস্যাগুলি খুব একটা কমেনি।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, কোভিড আক্রান্ত হওয়ার পর এক বছর হয়ে গিয়েছে এরকম ২,১৯২ জনকে পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে, এখনও ১১.৯ শতাংশের মধ্যে শ্বাসকষ্ট, ৬.৬ শতাংশের মধ্যে ক্লান্তিভাব এবং ৯ শতাংশের মধ্যে মানসিক স্বাস্থ্যের সমস্যা রয়েছে। অর্থাৎ কোভিড-পরবর্তী সমস্যা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যপ্রতিমন্ত্রী। এই সমস্ত পরিস্থিতির মোকাবিলা করার জন্য কোভিড-পরবর্তী উপসর্গগুলি চিহ্নিত করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দিয়ে বিশেষ গাইডলাইনও দিয়েছে আইসিএমআর। আবার কোভিড-পরবর্তী চিকিৎসার জন্য রাজ্যগুলিকে বিশেষ ক্লিনিক খোলা এবং স্বাস্থ্য পরিষেবা দেওয়ার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
