Bridge Collapse: নাগাড়ে বৃষ্টি, তার মধ্যেই ভেঙে পড়ল সেতু, হুড়মুড়িয়ে নীচে পড়ল একের পর এক গাড়ি, বাড়ছে মৃতের সংখ্যা
Bridge Collapse: ভদোদরায় মহিসাগর নদীর ওপর গম্ভীরা ব্রিজ। প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, এই ব্রিজের বয়স ৪৫ বছর। নিত্য ওই ব্রিজের ওপর দিয়ে দূরপাল্লার ভারী যানবাহন চলাচল করে।

ভদোদরায়: বৃষ্টি। তার মধ্যেই সেতু বিপর্যয়। সেতু ভেঙে পাঁচটা গাড়ি পড়ল নদীতে। ভদোদরায় ভয়ঙ্কর ঘটনা। সেতু ভেঙে ঝুলছে একটি ট্যাঙ্কার। মহিসাগর নদীতে গাড়ি পড়েছে। আহত হয়েছেন তিন জন। এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।
ভদোদরায় মহিসাগর নদীর ওপর গম্ভীরা ব্রিজ। প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, এই ব্রিজের বয়স ৪৫ বছর। নিত্য ওই ব্রিজের ওপর দিয়ে দূরপাল্লার ভারী যানবাহন চলাচল করে। বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ আচমকাই ব্রিজের মাঝের অংশ ভেঙে পড়ে। পাঁচটা গাড়ি হুড়মুড়িয়ে পড়ে নদীতে। ১০ জন গাড়ির নীচে চাপা পড়েন। সেতুটি মাঝ বরাবর ভেঙে ঝুলছে। শেষ পাওয়া খবর পর্যন্ত একটি ট্যাঙ্কার সেই ভাঙা অংশের মুখে ঝুলছে। যে কোনও মুহূর্তে ভেঙে হুড়মুড়িয়ে নদীতে পড়তে পারে।

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে ভদোদরা থানার পুলিশ। উদ্ধারকাজ শুরু করে স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। দমকলের বিশেষ মই উদ্ধারকার্যের জন্য ব্যবহার করা হয়েছে। ৭ জনের দেহ নদী থেকে উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া আহতদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর। তাঁদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নদীতে আরও কেউ ভেসে গিয়েছেন কিনা, তার খোঁজে তল্লাশি চলছে।
কীভাবে সেতুটি ভেঙে পড়ল, তা ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সেতুটির স্বাস্থ্যের অবস্থা কেমন ছিল, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

