BSF Firing: এত বাড়াবাড়ি! সীমান্তে পরপর গুলি চালিয়ে দিল BSF, কুপোকাত বাংলাদেশিরা

Sayanta Bhattacharya | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Mar 30, 2025 | 4:39 PM

Infiltration Attempt: অসম-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা। ফের বাংলাদেশ সীমান্তে চলল গুলি। বিএসএফের গুলিতে গুলিবিদ্ধ দুইজন বাংলাদেশি দুষ্কৃতী। তাদের ফেলে রেখেই বাংলাদেশের ভূখণ্ডের দিকে পালিয়ে যায় অন্যান্য দুষ্কৃতীরা।

BSF Firing: এত বাড়াবাড়ি! সীমান্তে পরপর গুলি চালিয়ে দিল BSF, কুপোকাত বাংলাদেশিরা
সীমান্তে পাহারারত বিএসএফ।
Image Credit source: TV9 বাংলা

Follow Us

গুয়াহাটি: কিছুতেই থামতে চাইছে না বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। সীমান্তে লাগাতার চেষ্টা চলছে অনুপ্রবেশের। বাংলার পর এবার অসম। ফের অনুপ্রবেশের চেষ্টা, বিএসএফের সঙ্গে গুলির লড়াইয়ে জখম দুই দুষ্কৃতী। অন্যদিকে, ধারাল অস্ত্রের আঘাতে জখম হয়েছেন এক বিএসএফ জওয়ান।

অসম-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা। ফের বাংলাদেশ সীমান্তে চলল গুলি। বিএসএফের গুলিতে গুলিবিদ্ধ দুইজন বাংলাদেশি দুষ্কৃতী। তাদের ফেলে রেখেই বাংলাদেশের ভূখণ্ডের দিকে পালিয়ে যায় অন্যান্য দুষ্কৃতীরা।

ঘটনাটি ঘটেছে অসমের দক্ষিণ শালমারার মানকাচার এলাকায়। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, প্রায় ৮ জন বাংলাদেশি দুষ্কৃতী অরক্ষিত অংশ দিয়ে অনুপ্রবেশ করার চেষ্টা করে। সেই সময় জওয়ানরা তাদেরকে সতর্ক করে।  চিৎকার করলেও দুষ্কৃতীরা দমে যায়নি।। তারা ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে গেলে, জওয়ানরা তাদের কাছাকাছি পৌঁছয়। সেই সময় ধারাল অস্ত্র নিয়ে জওয়ানদের উপরে হামলা করে দুষ্কৃতীরা। আহত হন এক জওয়ান।

আত্মরক্ষায় পাল্টা গুলি চালালে, বিএসএফ জওয়ানদের গুলিতে দুইজন দুষ্কৃতী গুলিবিদ্ধ হয়। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। ইতিমধ্যে বিএসএফের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গুলিবিদ্ধ দু’ জনকে বিএসএফ আটক করেছে।

Next Article