Drugs Recovery: চলন্ত ট্রাকের ভিতরই কি না এইসব! ডালা খুলতেই কপালে হাত বিএসএফ-এর

BSF seized Drug: বিএসএফ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রেই খবর মিলেছিল করিমগঞ্জের পথ ধরে মিজোরাম থেকে ত্রিপুরায় মাদক পাচার করা হচ্ছে।

Drugs Recovery: চলন্ত ট্রাকের ভিতরই কি না এইসব! ডালা খুলতেই কপালে হাত বিএসএফ-এর
এই ট্রাকের ভিতর থেকেই উদ্ধার হয় মাদক।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 12, 2022 | 8:00 AM

ইম্ফল: সড়কপথেই রাতের অন্ধকারে ট্রাক বোঝাই করে চলছিল মাদক পাচার। সূত্র মারফত খবর পেয়েই সেই মাদক পাচার রুখল সীমান্তরক্ষী বাহিনী। মিজোরাম থেকে ত্রিপুরায় মাদক পাচার হওয়ার আগেই হাতেনাতে ধরল বিএসএফ। করিমগঞ্জ থেকে উদ্ধার করা হল ৯.৪৭ কেজি হেরোইন, যার বাজারমূল্য ৪৭ কোটি টাকারও বেশি।

সম্প্রতিই ভারত-শ্রীলঙ্কার জল সীমান্ত থেকে উদ্ধার হয়েছিল ১২০০ কোটি টাকার মাদক। সেই সময়ই জানা গিয়েছিল, আফগানিস্তান থেকে আমদানি করা এই মাদক ভারত ও শ্রীলঙ্কায় বিক্রির পরিকল্পনা ছিল। গুজরাট বা কেরলের পথ ধরে কীভাবে উত্তর-পূর্ব ভারত অবধি মাদক পাচার হয়, সেই সম্পর্কেও জানতে পারেন গোয়েন্দারা। এরপরই সমস্ত গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনীকে সতর্ক করা হয়। আর সেই সূত্র ধরেই মঙ্গলবার মিজোরাম থেকে উদ্ধার করা হল হেরোইন।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রেই খবর মিলেছিল করিমগঞ্জের পথ ধরে মিজোরাম থেকে ত্রিপুরায় মাদক পাচার করা হচ্ছে। সেই সূত্র ধরেই করিমগঞ্জ পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালায় বিএসএফ। রাত একটা নাগাদ করিমগঞ্জ রেলস্টেশনের কাছ থেকে আটক করা হয় একটি ট্রাক। ওই ট্রাকচালক দাবি করেন, ট্রাকে শুধু সাবান রয়েছে। তল্লাশি চালাতেই দেখা যায়, সাবানের আস্তরণের ভিতরেই পাচার করা হচ্ছে হেরোইন।

জানা গিয়েছে, ট্রাকের পিছনের অংশের উপরিভাগেই আলাদা চেম্বার করে সেখানে লুকানো ছিল সাবানগুলি। সাধারণ চোখে দেখে যাতে ধরা না পড়ে, তার জন্য সাবানের ভিতরে গর্ত করে তার ভিতরে ভরে রাখা হয়েছিল হেরোইন। মোট ৭৬৪টি মাদক ভর্তি সাবান উদ্ধার করা হয়েছে। ট্রাক থেকে মোট ৯.৪৭ কেজি মাদক উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া হেরোইনের বাজারমূল্য আনুমানিক ৪৭.৭ কোটি টাকা।

মাদক উদ্ধারের পরই আটক করা হয় ট্রাকটিকে, গ্রেফতার করা হয় চালককে। ধৃতকে করিমগঞ্জ পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ করে পরবর্তী তদন্ত শুরু করা হয়েছে।