নয়া দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বুধবার অনুষ্ঠিত হওয়া মন্ত্রিসভার বৈঠকে দুটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিসভার তরফে প্রধানমন্ত্রী গ্রামীণ গৃহ যোজনা (PMAY-G Scheme) ২০২৪ পর্যন্ত জারি রাখার মঞ্জুরী দেওয়া হয়েছে। অন্যদিকে কেন-বেতোয়া প্রোজেক্টকে( Ken-Betwa link project )লিঙ্ক করার অনুমতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বৈঠকের পর মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
অনুরাগ ঠাকুর বলেন, সরকার প্রধানমন্ত্রী গ্রামীণ গৃহ যোজনার অধীনে ২.৯৫ কোটি পাকা বাড়ি বন্টনে লক্ষ্য রেখেছে। এর মধ্যে নভেম্বর ২০২১ পর্যন্ত ১.৬৫ কোটি পাকা বাড়ি তৈরি করে বন্টন করা হয়েছে। এদের পাকা বাড়ি তৈরির অর্থ দিয়ে দেওয়া হয়েছে। বাকি থাকা পরিবারগুলিও যাতে নিজেদের পাকা বাড়ি তৈরি করতে পারে তার জন্য প্রধানমন্ত্রী গ্রামীণ গৃহ যোজনাকে ২০২৪ পর্যন্ত মঞ্জুরী দেওয়া হয়েছে।
এখনও পর্যন্ত কত হয়েছে খরচা
অনুরাগ ঠাকুর বলেছেন, মার্চ ২০২১ পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রামীণ গৃহ যোজনার উপর ১.৯৭ লক্ষ কোটি টাকা খরচা হয়েছে। এর মধ্যে থেকে কেন্দ্রীয় সরকার ১,৪৪,১৬২ কোটি টাকা খরচা করেছে, বাকি থাকা পাকা বাড়ি তৈরি করার জন্য সরকার ২,১৭,২৫৭ কোটি টাকার মঞ্জুরী দিয়ে দেওয়া হয়েছে, যাতে ২০২৪ পর্যন্ত বাকি পরিবারগুলিকে পারা বাড়ি তৈরি করে দেওয়া যেতে পারে।
এর মধ্যে কেন্দ্র সরকারের মোট খরচা ১,৪৩,৭৮২ কোটি টাকা হবে আর এর মধ্যে থেকে নাবার্ডের লোনের সুদ দেওয়ার জন্য ১৮,৬৭৮ টাকা শামিল রয়েছে।
শুধু তাই নয়, এই পরিকল্পনার পাশাপাশি পাহাড়ি রাজ্যগুলিকে ৯০ শতাংশ আর ১০ শতাংশের ভিত্তিতে পেমেন্ট করা হয়। অন্যদিকে বাকি কেন্দ্র আর রাজ্যগুলিকে ৬০ শতাংশ এবং ৪০ শতাংশ অনুপাতে অর্থ দেওয়া হয়। কেন্দ্র শাসিত অঞ্চলগুলিতে এর উপর ১০০ শতাংশ অর্থ ব্যয় করা হয়।
শৌচালয় তৈরির জন্য স্বচ্ছ ভারত গ্রামীণ মিশনের অধীনে ১২,০০০ টাকা দেওয়া হয় বাড়ি তৈরির থেকে আলাদা। এছাড়া, মনরেগার (MNREGA)তরফে ৯০ দিনের বেতন (wage) দেওয়া হয়। কিন্তু পাহাড়ি রাজ্যগুলিতে ৯৫ দিনের বেতন দেওয়া হয়। অনুরাগ আরও বলেন, এই পরিকল্পনায় প্রত্যেক পরিবারের জন্য পাকা বাড়ি, পাণীয় জল, বিদ্যুৎ আর শৌচালয় দেওয়া সংকল্পও সম্পূর্ণ হয়।
কেন-বেতোয়া লিঙ্ক প্রোজেক্টকে মঞ্জুরী
কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, মন্ত্রিসভার বৈঠকে অন্য এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে কেন-বেতোয়া লিঙ্ক প্রোজেক্টকে মঞ্জুরী দিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীসভা ৪৪,৬০৫ কোটি টাকা বিনিয়োগে তৈরি কেন-বেতোয়া নদীগুলিকে যুক্ত করার অনুমতি দিয়েছে। এটা জাতীয় প্রকল্প হবে আর এতে কেন্দ্রীয় সরকারের মোট যোগদান ৯০ শতাংশ থাকবে।
এই প্রোজেক্টটি ৮ বছরে পূর্ণ করা হবে। মোট প্রোজেক্ট কস্টে সরকারের অংশ ৯০ শতাংশ অর্থাৎ ৩৯,৩১৭ কোটি টাকা হবে। এই প্রকল্পে বুন্দেলখণ্ড এলাকার উন্নতি পূর্ণ গতিতে হবে। এখানকার মানুষের সামাজিক আর আর্থিক অবস্থার উন্নতি হবে। এই প্রকল্পের ফলে বুন্দেলখণ্ড এলারাক জলের সমস্যার সমাধান করা যাবে। এই প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র পাণীয় জল নয় বরং সেচের জলের পরিকল্পনাও লাভবান হবে।