বেঙ্গালুরু: দামি গাড়ি। রাস্তার ধারে দাঁড় করানো। জানালাও বন্ধ। তারপরও গাড়ির ভেতর থাকা ১৪ লক্ষ টাকা চুরি করে নিয়ে গেল দুই দুষ্কৃতী। আর সেই চুরির ছবি ধরা পড়েছে সিসিটিভিতে। ঘটনাটি কর্নাটকের বেঙ্গালুরুর। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে এখনও কেউ ধরা পড়েনি।
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, একটি বিএমডব্লিউ-র সামনে ঘোরাফেরা করছে এক যুবক। পাশেই মোটর সাইকেলে রয়েছে আরও একজন। দু’জনেরই মুখে মাস্ক। যুবকটি চারপাশে খানিক দেখে গাড়ির সামনের কাচে কিছু একটা দিয়ে আঘাত করে। কাচ ভেঙে যাওয়ার পর জানালা দিয়ে ভেতরে ঢোকে। তারপর একটি প্যাকেট নিয়ে বেরিয়ে আসে। মোটর সাইকেলে বসে থাকা ব্যক্তি সেইসময় চারদিকে নজর রাখছিল। গাড়ি থেকে যুবক বেরিয়ে আসার পরই মোটর সাইকেলে চেপে দু’জনে চম্পট দেয়।
ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে। গাড়ির ভেতরে ১৪ লক্ষ টাকা ছিল। দুষ্কৃতীরা সেই টাকা নিয়ে গিয়েছে। পুলিশের অনুমান, গাড়ির মধ্যে যে টাকা রয়েছে তা জানত দুষ্কৃতীরা। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।